Birbhum: শ্রীহীন হয়ে গেল শান্তিনিকেন! রবীন্দ্রনাথের ভাইপো তথা শান্তিনিকেতনের স্থাপত্য সৌন্দর্য রূপকার বলে চর্চিত অবন ঠাকুরের স্মৃতিজড়িত বাড়িতে প্রোমোটারের থাবা! ভেঙে ফেলা হলো অবনপল্লীর বিখ্যাত ‘আবাস’ ভবনটি।
জানা গিয়েছে, অবনীন্দ্রনাথের এই বাড়ি ভেঙে তৈরি করা হবে বহুতল। প্রোমোটার ইতিমধ্যেই সেই কাজ শুরু করেছে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতীর দ্বিতীয় আচার্য ছিলেন৷ তার পুত্র অলকেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি বাড়ি করেছিলেন। সেই বাড়িতে কিছুদিন ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তার নামানুসারেই শান্তিনিকেতনের ওই জায়গার নাম হয় অবনপল্লী।
বাড়ির নাম ফলকে অবনীন্দ্রনাথের হাতে শৈল্পিক অক্ষরে লেখা রয়েছে আবাস। জানা গেছে ওই বাড়ির মালিকানা বদল হয়েছিল। এখন সেই বাড়ি ভাঙা হলো।
১৯১৩ সালে লন্ডনে অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়৷ কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি প্রদান করে ১৯২১ সালে৷ ১৯৪১ থেকে ১৯৪৫ পর্যন্ত শান্তিনিকেতনে বিশ্বভারতীর আচার্যরূপে দায়িত্ব পালন করেন৷ বুদ্ধ ও সুজাতা (১৯০১), কালীদাসের ঋতুসঙ্ঘার বিষয়ক চিত্রকলা (১৯০১), ভারতমাতা(১৯০৫), কচদেবযানি (১৯০৬), শেষযাত্রা (১৯১৪)৷ জাপানি প্রভাবে অবনীন্দ্রনাথ অঙ্কন করেন তার অন্যতম শ্রেষ্ঠ ওমর খৈয়াম (১৯৩০) চিত্রাবলি৷