Birbhum: অজয়ের অস্থায়ী ফেরিঘাট ডুবল, জয়দেব-দুর্গাপুর যাতায়াত বিচ্ছিন্ন

বীরভূমের জয়দেব থেকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর পর্যন্ত যাতায়াতের অন্যতম পথ হল অজয় পার করা। সে়ই পথ আপাতত জলের তলায়।

ভারী বৃষ্টিতে বেড়ে চলেছে  একাধিক জেলার বিভিন্ন নদীর জল। জলের তলায় বীরভূমের (Birbhum) অজয় নদের অস্থায়ী ফেরিঘাট। যোগাযোগ বিচ্ছিন্ন পশ্চিম বর্ধমানের সঙ্গে বীরভূমের। অজয় নদে বন্যার আশঙ্কা। 

ফেরিঘাট থেকে প্রত্যেকদিন বহু মানুষ কাজ, ব্যবসা করতে গন্তব্যের উদ্দেশ্যে যান। তবে এই ফেরিঘাট এখন অজয় নদের নিচে। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে বহু মানুষকে। পৌঁছতে পারছে না গন্তব্যস্থলে। তবে এই ফেরিঘাট ছিল একটি অস্থায়ী ফেরিঘাট। নদীর তলায় তার ডুবে যাওয়ায় চরম বিপাকে সাধারণ মানুষ। ঘটনাস্থলে এসে তদারকি করছে জয়দেব ফাঁড়ির পুলিশ।

   

বেশ কয়েকদিন থেকেই বৃষ্টির দাপট বেড়েই চলেছে। উত্তর থেকে দক্ষিণ বৃষ্টিপাত অব্যাহত। ভারী বৃষ্টির ফলে উপচে পড়ছে নদীগুলো। নদীর তীরবর্তী এলাকায় বাড়িঘর, ফ্যাক্টরি তৈরি হওয়ার কারণে ছোট হচ্ছে নদীর প্রস্থ। ফলে বৃষ্টি বেশি হলে জল উঠছে জনবসতিতে।শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি সমস্ত জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে উত্তর ও দক্ষিণ বঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়ছে।

শুক্রবার রাত সাড়ে সাতটার সময় ভেঙে পড়ে অজয়ের জয়দেব ফেরিঘাট। শনিবার চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। নদীর ওপরে একটি ব্রিজ গঠনের কাজ চলছে তবে তাও এখনো সম্পূর্ণ হয়নি। এই বিষয়ে দুর্ভোগে পড়া যাত্রীরা জানিয়েছেন, আমরা প্রতিনিয়ত এখান থেকেই নদী পার করে দুর্গাপুর যাই। তবে এখান থেকে যদি যেতে না পারি তাহলে আমাদের ঘুরে অন্তত ৩০ কিলোমিটার পার করে তারপরে যেতে হবে। প্রত্যেকবার বৃষ্টিতে এই রাস্তা ভেঙ্গে যায় এবং মানুষকে সংকটে পড়তে হয়।

৮ থেকে ১০ হাজার লোক প্রত্যেকদিন এই অজয় পার করে যাতায়াত করে। গত চার বছর ধরে তৈরি হচ্ছে একটি ব্রিজ তবে তাও এখনো সম্পূর্ণ হতে পারেনি। বহু ব্যবসায়ীরা ওপার থেকে এপারে আসে বা এপার থেকে ওপারে গিয়ে ব্যবসা করে। প্রশাসনের পক্ষ থেকে এই দুর্ভোগের সময় দুটি নৌকার ব্যবস্থা করা হয়েছে জলস্তর কমলে তারা এই দুটি নৌকা দিয়ে যাত্রীদের পারাপারের ব্যবস্থা করে দেবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন