বাজারের ব্যাগে সবজির বদলে ‘বাচ্চা’! চলন্ত ট্রেনে শিশু পাচারের ঘটনায় উত্তাল বিরাটি

 বারাসাতের পর এবার বিরাটি (Birati)। ছেলে ধরার অভিযোগে তুলকালাম স্টেশন চত্ত্বর। তবে এবার শুধু আর মুখে মুখে অভিযোগ নয়, রীতিমতো হাতেনাতে ধরা পড়েছে ছেলে পাচারকারী এমনটাই বলা হচ্ছে। চলন্ত ট্রেনে ব্যাগের মধ্যে করে পাচার করা হচ্ছিল একটি শিশুকে। হঠাৎ করেই তা নজরে পড়ে যায় ট্রেন যাত্রীদের। আর তারপরেই শুরু তুলকালাম কান্ড।

Advertisements

 সকাল ৮ টার দত্তপুকুর থেকে শিয়ালদাগামী দত্তপুকুর লোকালে একটি বড়সড় বাজারের ব্যাগ নিয়ে উঠেছিলেন এক মহিলা। একেতেই অফিস টাইম, তার উপরে বনগাঁ শাখার লাইনের সেই চিরাচরিত প্রবল ভিড়, এবং সেইসঙ্গে গুমোট গরম । আর এরই মধ্যে হঠাৎ করে যাত্রীরা শুনতে পান একটি বাচ্চার কান্নার আওয়াজ। কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে যে আওয়াজ আসছে ব্যাগের ভেতর থেকে। সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। ট্রেনের মধ্যেই মহিলাকে জিজ্ঞাসাবাদ শুরু করে সহযাত্রীরা। শোনা যাচ্ছে সদুত্তর নিতে না পারাতেই শুরু হয় বচসা।

এরই মধ্যে ট্রেন নিউ ব্যারাকপুর, বিশরপাড়া পেরিয়ে এসে পৌঁছয় বিরাটি তে। আর সেখানেই ট্রেন থেকে নামিয়ে সন্দেহভাজন মহিলাকে তুলে দেওয়া হয় জিআরপির হাতে। তবে কিছু কিছু যাত্রীর মতে ট্রেনের মধ্যেই এক প্রস্থ গণপিটুনি দিয়ে দেওয়া হয়েছিল ওই মহিলাকে। যদিও জিআরপি কর্তৃপক্ষ এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি।

Advertisements

তবে রেল জিআরপি সূত্রের খবর, এই মুহূর্তে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। বাচ্চাটি কার? তিনি বাচ্চাটিকে কেন ব্যাগে রেখেছিলেন? কোথায় যাচ্ছিলেন তিনি? এই সমস্ত প্রশ্নের সদুত্তর খোঁজার চেষ্টা চলছে। সেই সঙ্গে খোঁজ চলছে বাচ্চাটির পরিচয় জানার। বাচ্চাটিকে ডাক্তার দেখানোরও ব্যবস্থা করা হয়েছে এবং তারপরে তাকে চাইল্ড হেল্প গ্রুপের মাধ্যমে সেফ হোমে পাঠানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে বারাসাতে কাজীপাড়ার শিশু খুনের ঘটনাতে রীতিমতো পরিকল্পনা করে গুজব ছড়ানো হয়েছিল বলে অভিযোগ উঠেছে। খুনি নিজেই রীতিমতো চক্রান্ত করে এই গুজব ছড়িয়েছিল। তারই প্রভাবে বারাসাত অশোকনগর হাবরা বনগাঁ গাইঘাটা সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ অংশে ছেলে ধরার গুজবে গণপিটুনির একাধিক ঘটনা ঘটেছে বলে অভিযোগ ঘটেছে। কিন্তু এবার চলন্ত ট্রেনে শিশু পাচারের ঘটনা হাতেনাতে ধরা পড়ে যাওয়ায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। সেই সঙ্গে অফিসটাইমের ট্রেন যাত্রীদের মুখে রাজনীতি বা খেলার আলোচনা বাদ দিয়ে এই মুহূর্তে বিরাটির এই শিশু পাচারের ঘটনার কথাই ঘুরেফিরে বারবার শোনা যাচ্ছে।