কলকাতা: চাকরি বাতিলের প্রতিবাদে বিকাশ ভবনের সামনে আন্দোলন—আর সেই আন্দোলন ঘিরেই নতুন করে বিতর্ক। বিকাশ ভবনের গেট ভাঙচুর, তালাবন্দি, সরকারি সম্পত্তি ক্ষতি-সহ একাধিক অভিযোগে আন্দোলনরত চাকরিহারাদের একাংশকে শোকজ করল মধ্যশিক্ষা পর্ষদ।
ছবি-ভিডিও দেখে চিহ্নিত
পর্ষদের তরফে জানানো হয়েছে, গত ১৫ মে বিকাশ ভবনের সামনে যাঁরা বিক্ষোভে অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেককেই ছবি ও ভিডিও দেখে চিহ্নিত করা গিয়েছে। চিহ্নিত ওই শিক্ষক-শিক্ষিকাদের কাছে পাঠানো হয়েছে শোকজ় নোটিস। আগামী সাত দিনের মধ্যে তাঁদের লিখিত জবাব দিতে বলা হয়েছে।
শোকজ়ে বলা হয়েছে, সেদিন বিকাশ ভবনের গেট ভাঙা হয়েছিল, ভিতরে তালা ঝুলিয়ে কর্মী ও সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। সরকারি সম্পত্তিও নষ্ট হয়। পুলিশি হস্তক্ষেপেও পরিস্থিতি শান্ত হয়নি। অভিযোগ, পুলিশের সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন কিছু আন্দোলনকারী।
২৫,৭৩৫ জনের চাকরি বাতিল Bikas Bhavan Protest Showcause
গত শুক্রবার, ১৬ মে থেকে পর্ষদের তরফে ওই শোকজ চিঠি পাঠানো শুরু হয়েছে। শোকজে স্পষ্টভাবে বলা হয়েছে, এমন আচরণের দায় নিতে হবে। কেন তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক বা আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে হবে যুক্তিসঙ্গত ব্যাখ্যা-সহ।
উল্লেখ্য, এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এর ফলে ২৫,৭৩৫ জনের চাকরি বাতিল হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, এই শিক্ষক-শিক্ষিকারা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন। এরপর তাঁদের নতুন নিয়োগ পরীক্ষায় বসতে হবে। কিন্তু আন্দোলনকারীদের দাবি, তাঁদের সঙ্গে কোনও আলোচনা না করেই রাজ্য সরকার আদালতে রিভিউ পিটিশন দাখিল করেছে। তারই প্রতিবাদে গত সপ্তাহে বিকাশ ভবনের সামনে বিক্ষোভে শামিল হন তাঁরা।
১৫ মে সকাল থেকে শুরু হওয়া ওই বিক্ষোভ ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। বিকাশ ভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীদের একাংশ। অনেক কর্মী ও সাধারণ মানুষ ভিতরে আটকে পড়েন। রাতে পুলিশ লাঠিচার্জ করে তাঁদের সরিয়ে দেয় এবং কর্মীদের বাইরে বের করে আনে।
সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত
এই ঘটনার পরই মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে শোকজ চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পর্ষদের এক কর্তা জানিয়েছেন, ‘‘আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা কখনওই মেনে নেওয়া যায় না। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করা হয়েছে।’’
অন্যদিকে, আন্দোলনকারীদের দাবি, তাঁরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। আন্দোলনে গলা তুলতেই তাঁদের শোকজ় করে দমন করার চেষ্টা হচ্ছে। বিকাশ ভবনের সামনে এখনও তাঁদের জমায়েত অব্যাহত।
সব মিলিয়ে, বাতিল হওয়া চাকরি ফেরানোর লড়াই আরও এক ধাপে প্রবেশ করল শোকজ়ের মাধ্যমে। এবার দেখার, আন্দোলনকারীরা কী জবাব দেন এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপই বা কী হয়।
West Bengal: Jobless teachers protesting SSC panel cancellation at Bikas Bhavan face showcause notices for property damage and obstructing staff. West Bengal Education Board issued warnings after the May 15 incident, demanding explanations for their actions following Supreme Court’s verdict.