Sunday, December 7, 2025
HomeTop StoriesAccident: হাওড়া ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা বাসের, আহত ১০

Accident: হাওড়া ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা বাসের, আহত ১০

- Advertisement -

শুক্রবার ভর দুপুরে হাওড়া ব্রিজে দুর্ঘটনা (Accident)। জানা গিয়েছে, হাওড়াগামী (Howrah) একটি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের লোহার পিলারে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম একাধিক জন বাস যাত্রী। জখম হয়েছেন বাসের চালকও। ঘটনার জেরে হাওড়া ব্রীজে শুরু হয় তীব্র যানজট। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা।

পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় আহত দশজন বাস যাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হাওড়া হাসপাতালে। আহত যাত্রীদের অভিযোগ, নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়া ব্রিজের রেলিংএ ধাক্কা মারে। বাসটি ১২/এ রুটের একট বেসরকারি বাস। বাসটি মেটিয়াব্রুজ থেকে হাওড়া আসছিল। হাওড়া ব্রিজের ওঠার পর স্টেশনের দিকে আসার পথে ঘটে দুর্ঘটনা।

   

বাসটিকে আটক করেছে পুলিশ। পুলিশ ব্রেকডাউন ভ্যান দিয়ে বাসটি সরিয়ে নিয়ে যায়। এরপরে ফের হাওড়া ব্রিজে যান চলাচল স্বাভাবিক হয় বলেই খবর।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular