অডিও ক্লিপটি সত্য, কলতানেরই কণ্ঠস্বর!

কুণাল ঘোষ অডিও ক্লিপ (Kunal Ghosh Audio Clip) প্রকাশ্যে আনতেই সেই অডিও ক্লিপকে (Viral Audio Clip) সত্য বলে প্রমাণ দিল ডিসি বিধাননগর অণীশ সরকার। আজ…

অডিও ক্লিপটি সত্য, কলতানেরই কণ্ঠস্বর!

কুণাল ঘোষ অডিও ক্লিপ (Kunal Ghosh Audio Clip) প্রকাশ্যে আনতেই সেই অডিও ক্লিপকে (Viral Audio Clip) সত্য বলে প্রমাণ দিল ডিসি বিধাননগর অণীশ সরকার। আজ অর্থাৎ ১৪ সেপ্টেম্বর সকালে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত (Kalatan Dasgupta DYFI) ও ১৩ সেপ্টেম্বর রাতে গড়ফা থেকে সঞ্জীব ঘোষ নাম এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তারপর সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। আজ কলতানকে আদালতে পেশ করা হবে।

আজ সকালে সেই সম্পর্কে একটি সাংবাদিক বৈঠক করে ডিসি বিধাননগর অণীশ সরকার বলেছেন, “অডিও ক্লিপে তারই কন্ঠ স্বীকার করেছেন সঞ্জীব। টেকনিক্যাল অ্যানালিসিসে এই ক্লিপের সত্যতা মিলেছে। ডাক্তারদের নবান্ন থেকে হামলা করার পরিকল্পনা করা হয়েছিল। এই অডিও ক্লিপে আরও ৩ জনের নাম নেওয়া হয়েছে। অডিও ক্লিপের (Audio Clip) সূত্র ধরে আরও ৩ জনের পরিচয় জানার চেষ্টা চলছে। তবে এটা সত্যি যে ডাক্তাররা নবান্ন থেকে ফেরার পর তাদের উপর হামলা করার পরিকল্পনা করা হয়েছিল।”

এই আবহে তৃণমূল নেতা কুণাল ঘোষ পোস্ট করে লিখেছেন, “যাঁরা ডাক্তারদের উপর হামলার ছক কষছে, তাদের শিবির থেকেই অডিও ‘লিক’।
অডিও ঠিক কি না, ঠিক হলে কথোপকথনে কারা, এত বড় ষড়যন্ত্রে কাদের মাথা, এসব দেখা পুলিশের এক্তিয়ার। গ্রেপ্তার, জেরা, জামিন মঞ্জুর বা খারিজ, সবই আইনি অঙ্গ। আসল কথা হল, তৃণমূলকে (AITC) বিপাকে ফেলতে ভয়ঙ্কর প্লট সামনে এল।” তিনি আরও বলেছেন, “সুজনদারাই বলুন তো এটা কলতানের গলা কিনা?”

Advertisements

গতকাল অর্থাৎ ১৩ সেপ্টেম্বর সাংবাদিক বৈঠকে একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন কুণাল ঘোষ। সেই ক্লিপ শুনে আন্দোলনকারীদের উপর হামলা করার পরিকল্পনার কথা সামনে আসে। এই বিষয়ে অতি বামপন্থী সক্রিয়তার কথাও উল্লেখ করেছিলেন তৃণমূল নেতা। সকাল হতে না হতেই এবার তার কথার প্রমাণ পাওয়া গেল। এই ভাইরাল অডিও ক্লিপ অনুযায়ী ষড়যন্ত্র করার জন্য ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ধারা ৩৫১, ধারা ৩৫২ অনুযায়ী গ্রেফতার করা হয়েছে কলতান ও সঞ্জীবকে।