Pawan Singh: ভোটে লড়বেন না বিজেপি প্রার্থী পবন সিং

২০২৪ সালের লোকসভা ভোটের আগে ফের বড়সড় ধাক্কা খেল বিজেপি (BJP)। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি। এদিকে গতকাল শনিবার লোকসভা ভোটকে কেন্দ্র করে বাংলায় দলের প্রার্থীদের তালিকা ঘোষণা করে গেরুয়া শিবির। সেখানে জানানো হয়, আসানসোল থেকে লড়বেন ভোজপুরী অভিনেতা পবন সিং (Pawan Singh)। যদিও শেষ মুহূর্তে তিনি পিছিয়ে গেলেন।

Advertisements

ভোটে লড়বেন না পবন সিং। আজ রবিবার টুইট করে নিজেই জানালেন সে কথা। আজ এক টুইট বার্তায় পবন সিং জানান, ‘ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্বের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দল আমার উপর আস্থা রেখেছে এবং আমাকে পশ্চিমবঙ্গের আসানসোল থেকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল। তবে বিশেষ কারণে আমি আসানসোল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব না।’ 

Advertisements