মোদী সরকারের দেওয়া Z সুরক্ষা বলয় পেলেন নওশাদ

চরম মোদী-মমতা বিরোধী ও বাম ঘনিষ্ঠ ভাঙড়ের আ়ইএসএফ বিধায়কের জন্য জেড সুরক্ষা বলয় দিল কেন্দ্র সরকার। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের আইএসএফ বিধায়কের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র…

চরম মোদী-মমতা বিরোধী ও বাম ঘনিষ্ঠ ভাঙড়ের আ়ইএসএফ বিধায়কের জন্য জেড সুরক্ষা বলয় দিল কেন্দ্র সরকার। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের আইএসএফ বিধায়কের নিরাপত্তার জন্য স্বরাষ্ট্র মন্ত্রক এই সুরক্ষা দিচ্ছে বলে জানা যাচ্ছে। পঞ্চায়েত ভোটে ভাঙড় রক্তাক্ত। এখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকি নিরাপত্তার দাবিতে আদালতের দ্বারস্থ।

Advertisements

ভাঙড়ে অশান্তির জেরে ক্যানিং পূর্বের তৃ়ণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লাকে Z ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে রাজ্য সরকার। তারই প্রবল প্রতিপক্ষ নওশাদের নিরাপত্তায় Z ক্যাটেগরির সুরক্ষা দিল কেন্দ্র। যদিও নওশাদ জানান এ বিষয়ে জানা নেই আমার।

   

ভাঙড়ের ঘটনার পর নিরাপত্তার দাবিতে হাইকোর্টে আপিল করেন নওশাদ সিদ্দিকি। গত শুক্রবার নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছিলেন নওশাদ সিদ্দিকি। তাঁর চিঠি পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই ভাঙড়ের বিধায়ককে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার।

এদিকে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ একটি হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ করে অভিযোগ করেন, নওশাদের মাধ্যমে বাম ও বিজেপির যোগসাজস করছে। তবে নওশাদ বলেন এ বিষয়ে তিনি আইনি পথে উত্তর দেবেন।