প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিট গঠন করে সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই সিটের মাথা থেকে ধরমবীর সিংহকে সরানো হল। পরিবর্তে দায়িত্ব পেলেন বাঙালি সিবিআই (CBI) আধিকারিক কল্যাণ ভট্টাচার্য।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সিটের মাথা থেকে সরতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন ধরমবীর সিং। আবেদনে তিনি জানিয়েছেন, তিনি সিবিআইয়ের চাকরিও ছাড়তে চান।
তারপর থেকেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, সিটের মাথায় কোনও বাঙালি অফিসারকে আনা হোক। সিবিআইয়ের তরফে সেই মতো কল্যাণ ভট্টাচার্যের নাম ঠিক করা হয়েছিল।
অন্যদিকে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নির্দেশে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে মামলা চলে যায় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে।
আজ,সোমবার প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি ছিল। এদিনেই সিবিআইয়ের সিটের মাথা থেকে সরিয়ে দেওয়া হল ধরমবীরকে। দায়িত্ব পেলেন কল্যাণ। এবার থেকে নিয়োগ দুর্নীতি করবেন বাঙালি অফিসার কল্যাণ নির্দেশ দিল হাইকোর্ট।
বারবার সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কখনও বলেছেন অন্ধকার টানেলের ভিতর থেকে আলোর উৎস তিনি দেখতে পাচ্ছেন না। আবার কখনও সিবিআইকে ম্যাজিশিয়ন বলেও দাবি করেন তিনি।
প্রাথমিকে দ্রুত তদন্তের জন্য প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের প্রস্তাব মেনে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে নিয়োগ দুর্নীতির মামলা সরেছে।