ভিনরাজ্যে আক্রান্ত বাঙালি! বাংলার হিন্দিভাষীদের কুর্নিশ বাংলাপক্ষর

ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি (Banglapokkho) পরিযায়ী শ্রমিকদের নিগ্রহ এবং তাদের উপরে অকথ্য নির্যাতনের একাধিক ঘটনা সামনে এসেছে সম্প্রতি। শুধু…

Banglapokkho

ভিন রাজ্যে আক্রান্ত বাঙালি। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি (Banglapokkho) পরিযায়ী শ্রমিকদের নিগ্রহ এবং তাদের উপরে অকথ্য নির্যাতনের একাধিক ঘটনা সামনে এসেছে সম্প্রতি। শুধু বাঙালি শ্রমিক নয় বাংলা ভাষার অবমাননা এবং বাংলাভাষাকে বাংলাদেশী ভাষা বলে দাগিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল বাংলার রাজনৈতিক পরিস্থিতি।

কিন্তু এর মাঝেই দেখা গেল বৈচিত্রের মাঝে ঐক্যের এক জ্বলন্ত উদাহরণ। উত্তর ২৪ পরগনার গারুলিয়া পৌরসভার হিন্দিভাষী জনতা পায়ে পা মেলালেন এই বাংলা ও বাঙালি নিগ্রহের প্রতিবাদে। রবিবারের বিকেলে গারুলিয়া হিন্দি ভাষাভাষী সমাজ ও গারুলিয়া অবাঙ্গালী সমাজের পক্ষ থেকে ভিনরাজ্যে ঘটে যাওয়া বাঙালি নির্যাতনের বিরুদ্ধে আজ এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়।

   

গারুলিয়ার এই অবাঙালিদের মিছিল প্রসঙ্গে এবার মুখ খুলল বাংলা এবং বাঙালির অধিকার নিয়ে লড়াই করা সংগঠন বাংলাপক্ষ। বাংলাপক্ষের জনপ্রিয় মুখ কৌশিক মাইতি এই সম্বন্ধে বলতে গিয়ে বলেন “বাংলার হিন্দিভাষী জনগণ যদি মন থেকে বাঙালির জন্য পথে নামে তাহলে তাদেরকে স্বাগত জানাই। তারা যদি বাঙালিদের আপন করে নিতে চান তাতে আপত্তি কি?”

কৌশিক আরও বলেন “বাংলার হিন্দিভাষীরা বাঙালিদের পাশে দাঁড়ান অসুবিধা নেই কিন্তু কংগ্রেসের হিন্দি উর্দু ভাষী গুন্ডারা (সন্তোষ পাঠক, রাকেশ সিং) এবং বিজেপির হিন্দিভাষী গুন্ডাদের ফণা থেতলে দিতে হবে। কৌশিক অভিযোগ করেন ভিন রাজ্য থেকে আগত পাড়ায় পাড়ায় ছাতু বিক্রেতারা চুরি ডাকাতির ঘটনায় জড়িত।”

Advertisements

দেশরাজ সিং বাংলায় কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়তে এসে বাংলার মেয়েকে গুলি করে মেরেছে। এগুলো কোনোভাবেই সহ্য করা হবে না। তাছাড়া তিনি জগমোহন ডালমিয়া, সাহানা বাজপেয়ী, মনোজ মুরলি নায়ার এবং মাদার টেরেসার প্রসঙ্গ তুলে বলেন এঁরা জন্মসূত্রে বাঙালি নন। তা সত্ত্বেও এঁদের মতো ব্যাক্তিত্বরা বাংলাকে আপন করে নিয়েছে।

‘প্রহসনের পরীক্ষা’! এসএসসি নিয়োগ ঘিরে মামলা অনিবার্য, দাবি শুভেন্দুর

তাঁরা বাংলাকে সমৃদ্ধ করেছেন । কিন্তু বিজেপির হিন্দু গুন্ডারা রোজ বাঙালিদের উপর অত্যাচার করে চলেছে। সম্প্রতি বাংলাপক্ষের উপর ঘটে যাওয়া আক্রমণকে নিয়ে কৌশিক কংগ্রেসকে আক্রমণ করেছেন। তিনি বলেন সন্তোষ পাঠকের মতো লোকেরা বাংলাপক্ষের সাধারণ সম্পাদক কে নিগ্রহ করছে। এদের কোনোমতেই ছাড়া হবে না কিন্তু যে সমস্ত অবাঙালি বাঙালিদের অপমানকে নিজেদের অপমান বলে রাস্তায় নেমেছেন তাদের কুর্নিশ জানাই।