পশ্চিমী ঝঞ্ঝার কাঁটা উপরে ফের কি ফিরবে শীত? আপডেট দিল হাওয়া অফিস

কলকাতা: কথায় বলে ‘মাঘের শীত বাঘের গায়ে’৷ কিন্তু, শীত কোথায়? বাংলার এই চিরাচরিত প্রবাদের সঙ্গে কোনও মিলই নেই আবহাওয়ার৷ পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ক্রমশ ব্যাকফুটে শীত৷…

temperature rise in west bengal

short-samachar

কলকাতা: কথায় বলে ‘মাঘের শীত বাঘের গায়ে’৷ কিন্তু, শীত কোথায়? বাংলার এই চিরাচরিত প্রবাদের সঙ্গে কোনও মিলই নেই আবহাওয়ার৷ পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ক্রমশ ব্যাকফুটে শীত৷ উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হতেই নতুন করে শীত ফেরার সম্ভাবনা ক্ষিণ হতে শুরু করেছে৷ আগামী কয়েকদিন জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনাই দেখছে না আলিপুর হাওয়া অফিস। আগামী কয়েক দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না৷ কনকনে ঠান্ডার পূর্বাভাসও সেই। বরং, আসতে পারে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গে৷ তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পরিষ্কার রোদ ঝলমলে আকাশের দেখা মিলবে৷ 

   

কমছে শীতের দাপট

কলকাতা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শীতের দাপট অনেকটাই কম থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হালকা কুয়াশাতেও ঢাকা থাকবে উত্তরবঙ্গের একাধিক জেলা। তবে ঘন কুয়াশার সতর্কতা নেই৷ ফলে দৃশ্যমান্যতাও বিশেষ কম হবে না৷

পাহাড়ে বৃষ্টি

এদিকে, উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। যার প্রভাব পড়বে সিকিমের উপর। যা উত্তরবঙ্গের আবহাওয়াকে প্রভাবিত করবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে শুক্রবার এবং শনিবার দার্জিলিঙে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনাও রয়েছে৷ 

আজকের তাপমাত্রা 

আজ কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে ৷ আগামী ২৪ ঘণ্টায় ঊর্ধ্বমুখী থাকবে পারদ ৷ শীতের প্রত্যাবর্তনের আশায় জল ঢালছে পশ্চিমী ঝঞ্ঝা৷ রবিবার থেকেই ঝঞ্ঝার ধাক্কায় থমকেছে উত্তুরে হওয়া৷ ফলে শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা ফিরবে কিনা, তা এখন প্রায় অনিশ্চিত৷