যোগ্য-অযোগ্য বিতর্কে উত্তপ্ত রাজপথ! চার দফা দাবিতে নবান্ন অভিযান চাকরিহারা শিক্ষাকর্মীদের

কলকাতা: যোগ্য নাকি অযোগ্য? এই বিতর্কের মাঝেই ফের একবার রাজপথে নামলেন রাজ্যের চাকরিহারা শিক্ষাকর্মীরা। চাকরিচ্যুতি ইস্যুতে চার দফা দাবি নিয়ে মঙ্গলবার নবান্ন অভিযানে সামিল হলেন…

West Bengal Not Prepared for EC's Special Voter List Revision, Chief Secretary Tells in Letter: Sources

কলকাতা: যোগ্য নাকি অযোগ্য? এই বিতর্কের মাঝেই ফের একবার রাজপথে নামলেন রাজ্যের চাকরিহারা শিক্ষাকর্মীরা। চাকরিচ্যুতি ইস্যুতে চার দফা দাবি নিয়ে মঙ্গলবার নবান্ন অভিযানে সামিল হলেন গ্রুপ সি ও গ্রুপ ডি-র বহু চাকরিহারা। দীর্ঘদিন ধরে নিজেদের ‘যোগ্য’ প্রমাণের দাবি জানালেও কোনও স্থায়ী সমাধান না মেলায় এবার রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক দফতরের দ্বারস্থ হলেন তাঁরা।

হাওড়া ময়দানে জমায়েত, লক্ষ্য নবান্ন

এদিন সকালে হাওড়া ময়দান মেট্রো স্টেশনের কাছে জড়ো হন চাকরিহারাদের একাংশ। সেখান থেকেই মিছিল শুরু হয়ে মন্দিরতলা হয়ে এগোয় নবান্নের দিকে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জায়গায় জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে, মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।

   

কী কী দাবি তাঁদের? Bengal SSC job loss protest

চাকরিহারা শিক্ষাকর্মীরা চারটি মূল দাবিকে সামনে রেখেই এই আন্দোলনে সামিল হয়েছেন৷ যোগ্যতার ভিত্তিতে প্রাপ্ত চাকরি ফিরিয়ে দিতে হবে ৩,৩৯৪ জন চাকরিহারা শিক্ষাকর্মীকে, যাঁরা স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পেয়েছিলেন বলে দাবি।

যোগ্য প্রার্থীদের সার্টিফায়েড তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। প্রকাশ করতে হবে ২২ লক্ষ ওএমআর শিট, যাতে নিয়োগে স্বচ্ছতা নিয়ে কোনও সন্দেহ না থাকে। চার মাস ধরে বেতন বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েছেন চাকরিহারারা, যাঁদের অনেকের মাথায় ঋণের বোঝা। তাঁদের আর্থিক সুরক্ষায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি।

কেন পিছিয়ে গেল অভিযান?

প্রথমে গত মাসের শেষে, অর্থাৎ ৩ জুলাই নবান্ন অভিযানের দিন নির্ধারিত হয়েছিল। তবে পুলিশি অনুমতি না মেলায় সেই কর্মসূচি স্থগিত করে ৮ জুলাইয়ে তা সরিয়ে আনা হয়। আগেই আন্দোলনকারীরা জানিয়েছিলেন, কমিশনের সঙ্গে একাধিক বৈঠক হলেও কোনও কার্যকর সিদ্ধান্ত আসেনি। তাই এবার রাজ্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেই এই উদ্যোগ।

Advertisements

পটভূমি

রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তাল বাংলার রাজনীতি। উপযুক্ত নথি থাকা সত্ত্বেও অনেক প্রার্থী চাকরি হারিয়েছেন বলে অভিযোগ। এই পরিস্থিতিতেই নতুন করে উত্তাপ বাড়াতে পারে এই নবান্ন অভিযান।

চাকরিহারা এক আন্দোলনকারীর কথায়, “আমরা চাকরি পেয়েছিলাম যোগ্যতার ভিত্তিতে। অথচ আজ প্রমাণ ছাড়াই আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। বিচার চাই, সম্মান চাই, জীবিকার অধিকার চাই।”