Home Bharat Politics বিএলওদের কাজ সহজ করতে অ্যাপে যুক্ত হলো নয়া সুবিধা

বিএলওদের কাজ সহজ করতে অ্যাপে যুক্ত হলো নয়া সুবিধা

caa-certificate-valid-sir-hearing-west-bengal
Bengal SIR Controversy: Election Commission Introduces New BLO App Feature

নির্বাচন কমিশনের (Bengal SIR) বিএলও অ্যাপে আরও একটি নতুন অপশন যুক্ত হওয়াকে কেন্দ্র করে রাজ্যজুড়ে বিভ্রান্তি ছড়িয়েছে বলে অভিযোগ তুলেছে বিএলও ঐক্য মঞ্চ। সংগঠনের দাবি, কোনও স্পষ্ট নির্দেশিকা বা ব্যাখ্যা ছাড়াই হঠাৎ করে এই নতুন অপশন চালু করায় মাঠপর্যায়ে কর্মরত বিএলও (Bengal SIR) এবং ইআরও—দু’পক্ষই সমস্যায় পড়ছেন।

Advertisements

সংগঠনের অভিযোগ, এই অনিশ্চয়তার ফলে বিএলও-দের (Bengal SIR) উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। ভোটাররা স্বাভাবিকভাবেই প্রশ্ন করছেন—নথি আপলোড করার পর কী হবে, আবার কি অফিসে যেতে হবে, হিয়ারিং হবে কি না। কিন্তু এই প্রশ্নগুলোর কোনও নির্দিষ্ট উত্তর বিএলও-দের হাতে নেই। ফলে ভোটারদের সঙ্গে মাঠপর্যায়ের কর্মীদের অপ্রয়োজনীয় দ্বন্দ্ব তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে।

   

বিএলও(Bengal SIR) ঐক্য মঞ্চ আরও দাবি করেছে, নির্বাচন কমিশনের যে কোনও নতুন ডিজিটাল উদ্যোগ চালুর আগে পর্যাপ্ত প্রশিক্ষণ ও লিখিত নির্দেশিকা দেওয়া অত্যন্ত জরুরি। বিশেষ করে ভোটার তালিকা (Bengal SIR) সংশোধন ও হিয়ারিং সংক্রান্ত বিষয় অত্যন্ত সংবেদনশীল। এখানে সামান্য ভুল বোঝাবুঝি থেকেই বড় প্রশাসনিক ও রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে। সেই কারণেই এমন গুরুত্বপূর্ণ একটি অপশন চালুর আগে কমিশনের উচিত ছিল সমস্ত স্তরের আধিকারিক ও কর্মীদের জন্য স্পষ্ট গাইডলাইন জারি করা।

সংগঠনের মতে, ডিজিটাল প্ল্যাটফর্ম (Bengal SIR) ব্যবহার করে পরিষেবা সহজ করা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু সেই উদ্যোগ যদি স্পষ্টতা ও পরিকল্পনার অভাবে বিভ্রান্তি তৈরি করে, তাহলে তার সুফল নষ্ট হয়ে যায়। বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বিএলও, ইআরও এবং ভোটার—তিন পক্ষই অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এই প্রেক্ষাপটে বিএলও ঐক্য মঞ্চের স্পষ্ট দাবি, নির্বাচন কমিশন (Bengal SIR) অবিলম্বে এই নতুন অপশন নিয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করুক। কোন পরিস্থিতিতে এই অপশন ব্যবহার হবে, কার কী দায়িত্ব, হিয়ারিং প্রক্রিয়া কীভাবে চলবে এবং নাগরিকদের কী করণীয়—এই সব কিছু পরিষ্কারভাবে জানানো হোক। (Bengal SIR) তবেই বিভ্রান্তি কাটবে এবং ভোটার পরিষেবা সত্যিকার অর্থে স্বচ্ছ ও কার্যকর হবে বলে মনে করছে সংগঠন।

Advertisements