২৪-এর লোকসভা ভোটকে কেন্দ্র করে সরগরম বাংলা সহ দেশের একের পর এক রাজ্য। আজ মঙ্গলবার সকাল থেকে বাংলাতেও শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। যদিও ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। আজ বাংলার চার কেন্দ্র অর্থাৎ মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে চলছে ভোটগ্রহণ। তবে বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও ঘটেছে। তবে এতকিছুর পরেও ভোটের নিরিখে রেকর্ড গড়ল বাংলা।
আজ দেশের অন্যান্য রাজ্যের তুলনায় সব থেকে বেশি ভোটগ্রহণ হয়েছে বাংলায়। আজ কোথাও বোমাবাজি, এজেন্টদের বাধা, শাসক বিরোধী তরজা সহ আরো নানান ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বাংলায়। সবথেকে বেশি নির্বাচন কমিশনের কাছে মুর্শিদাবাদ নিয়ে অভিযোগ জমা পড়েছে। যদিও এতকিছুর পরেও সকাল ১১টা অবধি রেকর্ড ভোট পড়ল বাংলায়। নির্বাচন কমিশনের তরফে জানা গিয়েছে, বাংলায় সকাল ১১টা অবধি ৩২.৮২ শতাংশ ভোট পড়েছে।
বাকি রাজ্যগুলোর কথা বললে, আসামে ২৭.৩৪% , বিহার ২৪.৪১% , ছত্তিশগড়ে ২৯.৯০ শতাংশ , দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউতে ২৪.৬৯% , গোয়াতে ৩০.৯৪%, গুজরাটে ২৪.৩৫% , কর্ণাটকে ২৪.৪৮%, মধ্যপ্রদেশে ৩০.২১ শতাংশ, মহারাষ্ট্রে ১৮.১৮% এবং উত্তরপ্রদেশে ২৬.১২ শতাংশ ভোট রেকর্ড হয়েছে।
25.41% voter turnout till 11 am for phase 3 of #LokSabhaElections2024
Assam 27.34%
Bihar 24.41%
Chhattisgarh 29.90%
Dadra & Nagar Haveli And Daman & Diu 24.69%
Goa 30.94%
Gujarat 24.35%
Karnataka 24.48%
Madhya Pradesh 30.21%
Maharashtra 18.18%
Uttar Pradesh 26.12%… pic.twitter.com/GFTTusnfGe— ANI (@ANI) May 7, 2024