কলকাতা: পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সক্রিয় ঘূর্ণাবর্তের জেরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল বরাবর নিম্নচাপ তৈরি হয়েছে। সরাসরি পশ্চিমবঙ্গে প্রভাব না ফেললেও এর কারণে রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণমুখী হওয়ায় শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও কমবে।
দক্ষিণবঙ্গের পূর্বাভাস
বর্তমানে উত্তরের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কম। তবে আজ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা প্রবল। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই অল্পবিস্তর বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গের পরিস্থিতি Bengal monsoon rain forecast
উত্তরবঙ্গে দুর্যোগ অব্যাহত থাকবে। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের একাধিক এলাকায় ভারী বৃষ্টি হবে (হলুদ সতর্কতা)। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুক্রবার ও শনিবার সতর্কতা না থাকলেও রবিবার থেকে ফের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি শুরু হবে। সোমবার থেকে কালিম্পংয়েও প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে। টানা বৃষ্টিতে দার্জিলিং ও কালিম্পঙের পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে, পাশাপাশি তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। সপ্তাহান্তে শহরে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমি চাইলে এটাকে এখনই স্মার্ট ও আকর্ষণীয় সাবহেডিংসহ ওয়েবপোর্টাল রেডি ফরম্যাটে সাজিয়ে দিতে পারি, যাতে এক ক্লিকে প্রকাশযোগ্য হয়ে যায়।
West Bengal: Get the latest weather forecast for West Bengal! Learn about the cyclonic circulation in the Bay of Bengal, heavy rainfall in North Bengal, and scattered storms in South Bengal. Find out when the monsoon rains will decrease and which districts are on alert.