নিম্নচাপে বিপর্যস্ত বঙ্গ! ১০ জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা, উত্তাল সমুদ্র

কলকাতা: নিম্নচাপ ও কোটালের জোড়া আঘাতে এক প্রবল দুর্যোগের দিন সামনে এসে দাঁড়াল বাংলার। শনিবার সকাল থেকেই বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণাবর্তের রূপ নিচ্ছে। এর…

Bengal low pressure storm

কলকাতা: নিম্নচাপ ও কোটালের জোড়া আঘাতে এক প্রবল দুর্যোগের দিন সামনে এসে দাঁড়াল বাংলার। শনিবার সকাল থেকেই বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণাবর্তের রূপ নিচ্ছে। এর জেরে সমুদ্র ও নদীর জলস্তর দ্রুত বাড়ছে। কোটালের সঙ্গে মিশে উত্তাল ঢেউয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। এই আবহাওয়ায় মৎস্যজীবীদের সাগরে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি হয়েছে।

কোন কোন জেলায় সতর্কতা?

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল দুর্যোগের সম্ভাবনা। বিশেষ করে কলকাতা, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে দমকা হাওয়ার গতিবেগ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার ছুঁতে পারে। মৌসম ভবন এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে।

   

রবিবারও বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের পরিস্থিতি Bengal low pressure storm

শনি ও রবিবার দুই দিনই উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া ঘনীভূত হবে বলে আশঙ্কা। শনিবার মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বর্ষণে তিস্তা, তোর্সা ও জলঢাকার মতো প্রধান নদীগুলির জলস্তর বেড়ে নীচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা। পাশাপাশি দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় ধস নামার ঝুঁকিও প্রবল।

Advertisements

অমাবস্যা ও কোটালের প্রভাব

অমাবস্যার কারণে সমুদ্রের জলস্তর স্বাভাবিকের চেয়ে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে নিম্নচাপের দাপটে উপকূলবর্তী জেলা ও নদীঘেঁষা অঞ্চলগুলিতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। আবহাওয়া দফতর থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলার উপকূল থেকে পাহাড়, সর্বত্রই দুর্যোগের ছায়া ঘনাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টা রাজ্যের জন্য প্রবল পরীক্ষার সময় বলেই আশঙ্কা আবহাওয়াবিদদের।

West Bengal: Bengal braces for a double whammy of low pressure and kotal, bringing heavy rain & strong winds. An orange alert is issued for districts like Kolkata, Hooghly, and East Medinipur. Fishermen are banned from the sea, and flood warnings are active in coastal areas. Stay updated on the latest weather.