জয়জয়কার বাংলার। গত ছয’দফা নির্বাচনপর্বে ভোটের হারে দেশের অন্য সব রাজ্যের থেকে এগিয়ে পশ্চিমবঙ্গ। লোকসভা ভোটের প্রচারপর্বেও ভারতে সব থেকে বেশি ভোট সংক্রান্ত কর্মসূচি হয়েছে এ রাজ্যেই। অন্যদিকে নির্বাচনী প্রচারসভা, রোড-শো মিলিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদীকে বলে বলে কয়েক দোল দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।
১লা জুন ভোটসপ্তমীতেই শেষ হচ্ছে এবারের লোকসভা ভোট। প্রচার শেষ হয়েছে গত বৃহস্পতিবার বিকেল পাঁচটায়। কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, পশ্চিমবঙ্গে সভা, মিছিল, রোড-শো মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের তরফে ১ লক্ষ ১৯ হাজার ২৭৬ আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ৯৫ হাজার আবেদনের অনুমতি দেওয়া হয়। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র সহ দেশের অন্য কোনও রাজ্যে এই হারে রাজনৈতিক কর্মসূচি হয়নি।
কলেজে ভর্তি নিয়ে বড় পদক্ষেপের পথে শিক্ষা দফতর, অনলাইনে ভর্তি শুরু কবে থেকে?
এ দিকে নির্বাচন ঘোষণা না হলেও ভোটকে মাথায় রেখেই বাংলায় সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে ভোট ঘোষণা হতে, তৎপরতা বাড়িয়েছেন বিজেপির ‘পোস্টার বয়’। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার চেয়ে এবার বাংলায় প্রাচর বেশি করেন মোদী।
কমিশনের পরিসংখ্যান অনুযায়ী, লোকসভা ভোট ঘোষণার পর এ রাজ্যে মোট ২০টি নির্বাচনী কর্মসূচিতে অংশ নেন মোদী। এর মধ্যে রয়েছে সভা ও রোড-শো। এক্ষেত্রে মোদীকে টপকে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার পর থেকে ৯৩টি নির্বাচনী কর্মসূচিতে অংশ নিয়েছেন বাংলা জুড়ে। প্রায় প্রতিদিনই দিনে তিনটে করে জনসভা করেছেন। একই দিনে ঘুরেছেন একাধিক জেলায়।
PM Modi Meditation: ‘মৌনীবাবা’ মোদীর ধ্যান, ভগবানের দূতের ডায়েট চার্টে আঙুরের রস ছাড়া আর কী?