HomeWest Bengalফের শীর্ষ স্থানে বাংলা, ছোট-মাঝারি উৎপাদন শিল্পে সর্বোচ্চ স্থান, জানালেন মমতা

ফের শীর্ষ স্থানে বাংলা, ছোট-মাঝারি উৎপাদন শিল্পে সর্বোচ্চ স্থান, জানালেন মমতা

- Advertisement -

কলকাতা: বাংলা আবারও দেশের মধ্যে অসংগঠিত ক্ষেত্রে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন শিল্পে শীর্ষস্থান দখল করেছে৷ সম্প্রতি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ‘ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অফিস’ (NSO) একটি বার্ষিক সমীক্ষা প্রকাশ করেছে৷ যেখানে এই তথ্য উঠে এসেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডলে এই খবরটি শেয়ার করে জানান, বাংলা দেশের মোট উৎপাদিত পণ্যের ১৬.০২ শতাংশ যোগান দিচ্ছে, যা দেশের মধ্যে সবচেয়ে বেশি।

তিনি লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, ভারতের কেন্দ্রীয় পরিসংখ্যান দফতরের সাম্প্রতিক বার্ষিক সমীক্ষায় আবারও প্রমাণিত হয়েছে যে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে (এমএসএমই) পশ্চিমবঙ্গ দেশের শীর্ষস্থানে রয়েছে। পাশাপাশি, এই ক্ষেত্রে বাংলার মহিলাদের অসাধারণ অবদানও উঠে এসেছে ।”

   

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু উৎপাদন শিল্পেই নয়, “অন্যান্য পরিষেবা” ক্ষেত্রেও বাংলা শীর্ষস্থানে রয়েছে, যেখানে বাংলার অবদান ১৩.০৯ শতাংশ। এই সমীক্ষার মাধ্যমে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, তা হলো, উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত সংস্থায় শ্রমিকদের অংশগ্রহণে বাংলা প্রথম। রাজ্যে শ্রমিকদের অংশগ্রহণের হার ১৩.৮১ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ।

এছাড়া, অসংগঠিত ক্ষেত্রে ছোট-মাঝারি শিল্পে মহিলা চালিত সংস্থার সংখ্যাও বাংলায় সবচেয়ে বেশি—৩৬.৪ শতাংশ। এর পাশাপাশি, বাংলায় মহিলা শ্রমিকদের অংশগ্রহণও সবচেয়ে বেশি, যা ১২.৭৩ শতাংশ।

এই সমস্ত তথ্য বাংলা রাজ্যের অর্থনৈতিক শক্তি এবং উন্নতির পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার পরিচয় দেয়। এই পরিসংখ্যান দেখার পর রাজ্যের এমএসএমই শিল্পের বিকাশ ও নারীদের অংশগ্রহণ নিয়ে নতুন করে আশাবাদী রাজ্য সরকার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular