কলকাতা: গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর ওড়িশার উপর ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে শুরু হয়েছে প্রবল বর্ষণ। আলিপুর আবহাওয়া দফতরের মতে, এই নিম্নচাপ এখন ধীরে ধীরে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাচ্ছে। তার আগে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়েছে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা
সোমবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত শুরু হয়েছিল, তবে মঙ্গলবার ভোর থেকে সেই বৃষ্টিপাত হয়েছে আরও প্রবল। কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ বহু জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়াতে কমলা সতর্কতা রয়েছে, অর্থাৎ সেই জেলাগুলিতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির জেরে কলকাতা ও শহরতলির একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬ ডিগ্রি। আকাশ মেঘলা থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে। ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনাও রয়েছে। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সপ্তাহান্তে আবার বৃষ্টির দাপট বাড়তে পারে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা Bengal heavy rain low pressure alert
উত্তরবঙ্গেও সক্রিয় রয়েছে বর্ষা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার ও শনিবার থেকে বৃষ্টি কিছুটা কমবে বলে পূর্বাভাস।
মৌসুমী অক্ষরেখার প্রভাব
বর্তমানে মৌসুমী অক্ষরেখা সুরাটগড়, দিল্লি, লখনউ, বারাণসী, ডালটনগঞ্জ হয়ে বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবেই নিম্নচাপ সৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। দক্ষিণ দিকে ঝুঁকে থাকা নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে, যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি ধীরে ধীরে কমবে এবং উত্তর-পূর্ব ভারতের দিকেও প্রভাব পড়বে।
বর্তমানে বর্ষার সক্রিয়তা দক্ষিণ ও উত্তরবঙ্গের দুই অঞ্চলেই প্রকট। একদিকে ভারী বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ, অন্যদিকে উত্তরের পার্বত্য ও সমতল জেলাগুলিতে জারি হয়েছে সতর্কতা। প্রশাসন ও সাধারণ মানুষকে এই সময়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।