দিল্লি খেকেই রাজ্যপাল আনন্দ বোসের কড়া পদক্ষেপ! এবার ঘুম উড়বে মমতার?

শপথ জটিলতার মাঝেই আরও বড় সংঘাত প্রকট হল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার মানহানির মামলা দায়ের করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুক্রবারই মামলা রুজু করেছেন রাজ্যের…

Bengal Governor CV Ananda Bose Files Defamation Case Against Mamata Banerjee, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে এবার মানহানির মামলা দায়ের করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

শপথ জটিলতার মাঝেই আরও বড় সংঘাত প্রকট হল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এবার মানহানির মামলা দায়ের করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শুক্রবারই মামলা রুজু করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান। কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। বর্তমানে দিল্লিতে রয়েছেন বাংলার রাজ্যপাল। শুক্রবার তিনি বৈঠক করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন মেগওয়ালের সঙ্গে। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সংস্তা এএনাই সূত্রে খবর।

উপনির্বাচনে তৃণমূলের দুই বিধায়কের শপথগ্রহণ নিয়ে কার্যত নজিরবিহীন জটিলতা তৈরি হয়েছে। আইনসভা ও রাজভবনের দ্বন্দ্ব তুঙ্গে। জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাদধ্যায় ও রেয়াত হোসেন রাজভবনের বদলে বিধানসভায় শপথ বাক্য পাঠে আগ্রহী। রাজ্যপাল তা না মানলেও নিজেদের দাবিতে অনড় এই দু’জনই। বসেছেন ধর্নায়। জনপ্রতিনিধি নির্বাচিত হয়েও রাজ্যপালের কারণেই তাঁদের কাজে নামতে দেরি হচ্ছে বলে অভিযোগে সায়ন্তিকা ও রেয়াতের। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে মুখ খোলেন গত বৃহস্পতিবার নবান্নে। বলেন, ‘রাজভবনের যা কীর্তিকলাপ, মেয়েরা ওখানে যেতে ভয় পাচ্ছে, আমাকে বলেছে।’

   

Local Train: শিয়ালদহের লোকাল ট্রেনযাত্রীদের জন্য সুখবর, শনি-রবিতে স্বাভাবিক পরিষেবা

শুক্রবার প্রথমে মমতার কটাক্ষের জবাব দেন রাজ্যপাল আনন্দ বোস। বলেন, মুখ্যমন্ত্রী সহ জনপ্রতিনিধিদের এমন সমালোচনা ‘ভুল এবং অপবাদমূলক’, যা না হওয়াই প্রত্যাশিত ছিল।

এরপরও রাজ্যপালের নিন্দায় সুর চড়ান কুণাল ঘোষ। রীতিমত হুঁশিয়ারি দিয়ে তাঁর ঘোষণা, সোমবার বিকেল ৩টের মধ্যে সায়ন্তিকা ও রেয়াত হোসেন শপথবাক্য পাঠ করার সুযোগ না পেলে রাজ্যপালকে জড়িয়ে দিল্লির হোটেল সংক্রান্ত আরও বড় গোপন কথা পাঁস করে দেবেন তিনি।

কুণালের বক্তব্যের পর সন্ধ্যায় মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মানহানির মামলা করেন সি ভি আনন্দ বোস।

উল্লেখ্য, চলতি বছর ২ মে রাজভবনের একজন চুক্তিভিত্তিক মহিলা কর্মচারী রাজ্যপালের সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন। যার ভিত্তিতে কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছিল। কিন্তু, রাজ্যপালের পদাধিকার বলে আনন্দ বোস সেই তদন্ত স্থগিত করে দেন।

প্রধান বিচারপতির সামনেই বিচার ব্যবস্থা নিয়ে জোর সওয়াল মমতার

রাজ্যপালের সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। বলেছেন, ‘আমি মনে করি গভর্নর বোস সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। আমি এর জন্য তাকে সম্পূর্ণ সমর্থন করি।’

তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন এই প্রসঙ্গে বলেন, ‘আসলে কী ঘটেছে তা জানতে আমাকে আমার দলের নেতৃত্বের সঙ্গে কথা বলতে হবে। এটা বেশ স্পর্শকাতর বিষয়।’

সিপিআই(এম) নেতা সুজন চক্রবর্তীর দাবি, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর এই দ্বন্দ্ব রাজ্যকে এগিয়ে য়েতে সাহায্য করছে না। উল্টে পিছিয়ে দিচ্ছে।