কত জন পাবেন বকেয়া ডিএ? সুপ্রিম নির্দেশে দফতরগুলোর কাছে তথ্য তলব রাজ্যের

West Bengal Government Seeks Report on Delayed Banglar Bari Projects

Bengal Government DA Payment

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ)-র ২৫ শতাংশ মেটাতে উদ্যোগ নিতে শুরু করেছে রাজ্য সরকার। বিভিন্ন দফতরে কতজন কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মচারী এই সুবিধা পাওয়ার যোগ্য, তা জানতে রাজ্যের অর্থ দফতর সমস্ত দফতরের কাছে বিস্তারিত তথ্য চেয়েছে।

Advertisements

গত ১৬ মে সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানায়, রাজ্য সরকারকে ছ’সপ্তাহের মধ্যে ডিএ-র বকেয়ার ২৫ শতাংশ কর্মীদের হাতে তুলে দিতে হবে। সেই নির্দেশ কার্যকর করতে এখন ডিএ প্রাপকদের সঠিক সংখ্যা জানতেই দফতরগুলিকে চিঠি দিয়েছে অর্থ দফতর। মনে করা হচ্ছে, নবান্ন বকেয়ার পরিমাণ নির্ধারণ করে অর্থ বরাদ্দের প্রস্তুতি নিচ্ছে।

   

কত জন কর্মী এই ডিএ-র আওতায়?

বর্তমানে রাজ্যের বিভিন্ন দফতরে কর্মরত সরকারি কর্মীর সংখ্যা প্রায় আড়াই লক্ষ। এর সঙ্গে যুক্ত হন ৩.৮ লক্ষ স্কুলশিক্ষক, প্রায় ১ লক্ষ পুরসভা ও পঞ্চায়েত স্তরের কর্মী, ও বিভিন্ন স্বশাসিত সংস্থার কর্মচারী। সব মিলিয়ে প্রায় ৮ লক্ষ কর্মী এই সুবিধা পাওয়ার যোগ্য। অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই তালিকায় রয়েছেন, ফলে ডিএ প্রাপকের মোট সংখ্যা ১০ লক্ষ ছাড়াতে পারে বলে দাবি সরকারি কর্মচারী সংগঠনের।

কে পাবেন এই ডিএ? Bengal Government DA Payment

২০০৯ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সরকার পঞ্চম বেতন কমিশন অনুসারে ‘রোপা’ চালু করেছিল, যার মেয়াদ শেষ হয় ২০১৯ সালে। সেই সময় বা তার আগে যাঁরা সরকারি চাকরিতে ছিলেন, তাঁরাই এই বকেয়া ডিএ’র আওতায় আসবেন। ২০১৯ সালের পরে নিযুক্ত কর্মীরা এই সুবিধা পাবেন না।
২০১৬ সালের SSC প্যানেলে চাকরিপ্রাপ্ত যাঁরা সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন, তাঁরাও এই ডিএ পাবেন না বলে সূত্রের খবর।

Advertisements

কর্মচারী সংগঠনের প্রতিক্রিয়া

CPIM সমর্থিত কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ দত্তচৌধুরী বলেন, “বর্তমান সরকার সরকারি কর্মীদের ডিএ থেকে বঞ্চিত রেখেছে দীর্ঘ দিন। আদালতের নির্দেশের পরও এখনো কোনো স্পষ্ট ঘোষণা হয়নি। আমরা মুখ্যমন্ত্রীকে আবার চিঠি দিচ্ছি।” বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী মঞ্চের স্বপন মণ্ডল বলেন, “ছ’সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়ার ২৫ শতাংশ দিতে হবে। ইতিমধ্যে দু’সপ্তাহ কেটে গিয়েছে।”অন্যদিকে, তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, “আমরা মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছি। সুপ্রিম কোর্টের নির্দেশমতো সময়মতো ডিএ কর্মীরা পাবেন।”

আগামী সময়ের দিকদর্শন

দিল্লির শীর্ষ আদালতের নির্দেশ কার্যকর করতে রাজ্যের হাতে সময় আছে আরও চার সপ্তাহ। সূত্রের খবর, রাজ্য সরকার ধাপে ধাপে হিসাব গুছিয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এখন নজর নবান্নর চূড়ান্ত ঘোষণার দিকে।

West Bengal: West Bengal initiates steps to pay 25% of pending DA arrears to state government employees and pensioners, following a Supreme Court directive. The Finance Department is collecting data on eligible recipients, estimated at over 10 lakh, excluding those appointed after 2019 and recent SSC panel dismissals. Employee unions demand swift compliance.