আর ২০০ নয়, ছাব্বিশে অনেক আগেই থামতে চায় বঙ্গ বিজেপি!

২০২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে বেড়েছে রাজনৈতিক চাপানউতোর (Bengal BJP)। বিধানসভা নির্বাচনের ফলাফল কি হবে তা নিয়ে বঙ্গবাসীর আগ্রহ তুঙ্গে। ঠিক এই আবহেই বঙ্গ বিজেপির…

BJP Alleges Voter Fraud in 6 Opposition Strongholds — Did Anurag Thakur End Up Validating Rahul Gandhi’s ‘Vote Chori’ Claim?

২০২৬ এর বিধানসভা নির্বাচন নিয়ে বেড়েছে রাজনৈতিক চাপানউতোর (Bengal BJP)। বিধানসভা নির্বাচনের ফলাফল কি হবে তা নিয়ে বঙ্গবাসীর আগ্রহ তুঙ্গে। ঠিক এই আবহেই বঙ্গ বিজেপির স্ট্রাটেজি জানান দিচ্ছে ২০০ র অনেক আগেই থামতে চায় বিজেপি। ২০০ নয় বাংলার ১৬২ টি আসন কে কেন্দ্র করে এই মুহূর্তে যুদ্ধের ছক সাজাচ্ছে গেরুয়া শিবির।

নির্বাচন কমিশনের সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, অষ্টাদশ লোকসভা নির্বাচনের নিরিখে বাংলার বিধানসভাওয়াড়ি ফলাফলে আসন বেড়েছিল পদ্ম শিবিরের। সেই সঙ্গে কমে ছিল তৃণমূলের আসন সংখ্যা। অর্থাৎ রাজ্যে শাসক-বিরোধী দলের মধ্যে ব্যবধান কমেছে।

   

২০২৪ লোকসভা ভোটের ফলাফল অনুসারে দেখা গিয়েছিল তৃণমূল এগিয়ে ১৯২টি বিধানসভা আসনে। বিজেপি এগিয়ে ৯০টিতে। ২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফল অনুযায়ী মোট ২৯৪টি আসনের মধ্যে, তৃণমূল পেয়েছিল ২১৩টি, বিজেপি ৭৭টি। সেই অনুযায়ী দেখতে গেলে ২০২৪ লোকসভা নির্বাচনে আশানুরূপ ভালো ফল করেছিল পদ্ম শিবির।

বিজেপি সূত্রে জানা গিয়েছে বিধানসভা কেন্দ্র গুলিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম স্তরে আছে ২০১৯ এর লোকসভা ভোটে যেটা ৫৫ টি বিধানসভা কেন্দ্র। দ্বিতীয় স্তরে অবশ্যই রয়েছে বিজেপির এগিয়ে থাকা ৯২ টি আসন। এবং তৃতীয় স্তরে রয়েছে সেই ৭০ টি আসন যে আসন গুলিতে বিজেপি একটুর জন্য হেরে গিয়েছিল।

Advertisements

রাজনৈতিক মহলের একাংশের মতে দ্বিতীয় এবং তৃতীয় স্তরে থাকা বিধানসভা কেন্দ্র গুলিকে পাখির চোখ করে এবারের বিধানসভা নির্বাচনের যাত্রা শুরু করতে চায় গেরুয়া শিবির। তৃতীয় স্তরে থাকা ৭০ আসন যেমন, নাগরাকাটা, নাকাশিপাড়া, ব্যারাকপুর, জগদ্দল এই আসন গুলিতে দশ হাজারেরও কম ভোটে হারে বিজেপি। তাই এবারের বিধানসভা নির্বাচনে এই ৭০ টি আসনের উপর বিশেষ ভাবে জোর দিতে চায় বিজেপি।

বিশ্বের বৃহত্তম বায়ুসেনা কোনটি? জেনে নিন কোন স্থানে ভারত

তবে রাজনৈতিক সমালোচকদের মতে খেলা তো মাঠে হয়। বিজেপি কি তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছে সরকার গড়তে পারবে। নাকি পরিত্যাবর্তন হবে জোড়া ফুলের তা দেখতে এখনো ধৈর্য ধরতে হবে বঙ্গবাসীকে। তাই বিজেপি এবং তৃণমূলের স্ট্রাটেজি আসন্ন নির্বাচনে কতটা ফলপ্রসূ হতে চলেছে তা সময়ই বলবে এবং বলবে বাংলার মানুষের রায়।