শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। বিজেপি (BJP) যে অনুশাসন মেনে চলে তার থেকে বিচ্যুত হয়েই সাময়িক বরখাস্ত হলেন রীতেশ তেওয়ারি ও জয়প্রকাশ মজুমদার। মুরলীধর সেন লেনের অফিসে যেন আগুন ছুটছে। সূত্রের খবর পরপর আরও চার মূর্তির নাম কাটা যাচ্ছে। তবে তারা কে কে এতে মুখ বন্ধ রাজ্য নেতাদের।
শুধু রাজ্য নেতা নন, জেলাস্তরে হু হু করে ভাঙনের মদতকারী হিসেবে চিহ্নিত নেতাদেরও বিদেয় করতে উদ্যোগী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এতেই আগুনে ঘি পড়ল যেন।
রাজ্য বিজেপি সূত্রে খবর, রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে বরখাস্ত করা হলো দুজনকে। রাজ্য সভাপতির নির্দেশে কার্যকর করা হয়েছে এই পদক্ষেপ।
বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার ২০১৯ সালের ২৬ নভেম্বর নদিয়ার করিমপুর কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী হন। আক্রাম্ত হন। অভিযোগ, তাঁকে লাথি মেরে ঝোপে ঢুকিয়ে দিয়েছিল টিএমসি সমর্থকরা। এহেন নেতা আর পরে ওমুখো হননি। তিনি টিভিতেই সক্রিয় ছিলেন বেশি।
রীতেশ তেওয়ারি দীর্ঘ সময়ের বিজেপি নেতা। নবান্ন অভিযানে পুলিশের বাধার মুখে রং জলে ভিজে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন। তাঁর নামও কাটা গেল। অভিযোগ দলীয় শৃঙ্খলাভঙ্গ।
রীতেশ ও জয়প্রকাশের বরখাস্ত হওয়ার পিছনে দলবিরোধী গোষ্ঠীর বৈঠকে অংশ নেওয়া বলেই মনে করা হচ্ছে। বিজেপি সূত্রে খবর শৃঙ্খলার প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হবে না।
(বিস্তারিত আসছে)