জয় ঘোষণার পূর্বেই দিল্লীর কংগ্রেসের সদর দপ্তরে ভেসে উঠল ‘দিদি দিদি’ স্লোগান

লোকসভা নির্বাচনের গণনার সকাল থেকেই গোটা দেশের চোখ ভোটের ফলাফলের দিকে। গণনার প্রাথমিক ট্রেন্ড থেকেই পরিষ্কার হতে থাকে যে বাংলায় সবুজ ঝড় বইতে চলেছে।সেই মুহূর্তের…

kuwait-fire-chief-minister-mamata-banerjees-big-instructions-on-the-deadly-fire-in-kuwait

লোকসভা নির্বাচনের গণনার সকাল থেকেই গোটা দেশের চোখ ভোটের ফলাফলের দিকে। গণনার প্রাথমিক ট্রেন্ড থেকেই পরিষ্কার হতে থাকে যে বাংলায় সবুজ ঝড় বইতে চলেছে।সেই মুহূর্তের ফলাফল অনুযায়ী,তৃণমূল কংগ্রেস এগিয়ে ৩২ আসনে। বিজেপি মাত্র দশ। এই খবর প্রকাশ্যে এলে নয়াদিল্লিতেও বিশেষ উৎসাহের সৃষ্টি হয়। সেই উৎসাহ থেকেই তৈরি হয় দিদির সুনাম। পাশাপাশি কংগ্রেসের সদর দপ্তরেই উঠল ‘দিদি দিদি’ স্লোগান।

তবে বলা যেতেই পারে বাংলায় বিজেপিকে বিশেষ জায়গা দিতে নারাজ মমতা। সেখানে শোনা গেল, ‘দিদি দেখিয়ে দিলেন’,‘দিদি এবারও বিজেপিকে জবাব দিলেন’ সাথে চলল অনেকক্ষণ হাততালিও। এদিন কংগ্রেসের সদর দপ্তরে রীতিমতো খুশির হাওয়া বইছিল। কারন গত দুবার যেখানে কংগ্রেস ৫০ পেরতে হিমশিম খেয়েছিল, এবার ছবিটা একেবারেই বদলে গেল। ২০১৯ সালে গতবারের সঙ্গে যোগ হয়েছিল আরও ৮ আসন। অর্থাৎ গত লোকসভা ভোটে কংগ্রেস পেয়েছিল মোটে ৫২টি আসন। সেখানে এবারে মোটামুটি একশো আসনের লিড রাখতে পেরে ভীষণ খুশি। সব মিলিয়ে এখন ইন্ডিয়া জোটও ভালো জায়গায়।

   

তবে কলকাতা জুড়ে দেখা গিয়েছে বিশেষ উচ্ছ্বাসের ছবি। দলে দলে কর্মী-সমর্থকরা হাজির হয়েছেন দলনেত্রীর বাড়ির সামনে। জয়লাভ করলেই উদযাপন হবে কালীঘাটে । সেখানে থাকতে পারেন দলনেত্রীও। তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এখন শুধুমাত্র দেখার পালা জয়ের হাসি কে হাসে। তবে দিল্লিতে বিশেষ জায়গা করে নিল মমতা ব্যানার্জি তা বলার উপেক্ষা রাখে না।