Mao Attack: রেলে মাও হামলার আশঙ্কা, সতর্ক করল আইবি

হতে পারে মাও হামলা (Mao attack), এবার সতর্ক করল আইবি (IB)। ২৬ জানুয়ারির আগে একাধিক ট্রেন রুটে হতে পারে এই মাও হামলা। সূত্র মারফত খবর, এই হামলা হতে পারে ঝাড়্গ্রাম-গিধনি, খড়্গপুর-আদ্রা, পুরুলিয়া-বিরামডি, পুরুলিয়া-মুরি-সুইসা, সিউড়ি-অণ্ডাল, ঝালদা-বোকারো ট্রেন রুটগুলিতে হামলা হওয়ার আশঙ্কা।

অন্যদিকে ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি) কাশ্মীরে লস্কর-ই-তৈবা (এলইটি) এবং জঙ্গি গোষ্ঠী আল বদর এর পরিকল্পনা করা বড় সন্ত্রাসী কার্যকলাপের কথা উল্লেখ করেছে কাশ্মীর পুলিশ। যার জেরে উপত্যকাতেও জারি করা হয়েছে সতর্কতা।

   

প্রজাতন্ত্র দিবসের আগে সম্ভাব্য সন্ত্রাসী হামলার বিষয়ে পুলিশ গোয়েন্দা সংস্থার কাছ থেকে তথ্য পাওয়ার পরে দিল্লি-জাতীয় রাজধানী অঞ্চলকে “অত্যন্ত উচ্চ-নিরাপত্তা” কভারের আওতায় রাখা হয়েছে। সম্প্রতি জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, পাকিস্তান-পৃষ্ঠপোষকতায় গঠিত সংস্থাগুলি জম্মু ও কাশ্মীরের শান্তি বিঘ্নিত করতে সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষমুলক কথা প্রচার করছে।

এছাড়া গোয়েন্দারা জানতে পেরেছেন, আইবি দিল্লি পুলিশকে সতর্কতা পাঠিয়েছে। সবচেয়ে বড় উদ্ঘাটন টি হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তা। সতর্কতা অনুযায়ী, খালিস্তানি কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা এবং সফরকে লক্ষ্য করতে পারে। যথাযথ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরের (এসওপি) অধীনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করতে বলা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন