বুথমুখী হলেও এতদিন যা পারেননি প্রার্থী হয়ে সেটাই করলেন বিজেপির রেখা

   সন্দেশখালির রেখা পাত্রর জীবনে আজ, শনিবার একেবারে অন্যরকম। এতদিন ভোট দিয়েছেন তিনি। তিনি নিজেই প্রার্থী। যা কয়েক মাস আগেও ভাবতে পারেননি বসিরহাটের বিজেপি প্রার্থী।…

Basirhat BJP candidate Rekha Patra voted for the first time as per her wish
  

সন্দেশখালির রেখা পাত্রর জীবনে আজ, শনিবার একেবারে অন্যরকম। এতদিন ভোট দিয়েছেন তিনি। তিনি নিজেই প্রার্থী। যা কয়েক মাস আগেও ভাবতে পারেননি বসিরহাটের বিজেপি প্রার্থী। অন্যরকম আরও এক কারণে। রেখা নিজেই জানালেন সেকথা। অক্লেশে জানালেন, জীবনে প্রথমবার নিজের ইচ্ছেয় ভোট দিলেন তিনি। এতদিন কখনও বুথমুখী হয়েছে, তবে ভোট দিয়েছেন অন্যের দাপটে। কখনও আবার বুথ পর্যন্ত যাওয়াই হয়ে ওঠেনি কারোর দাদাগিরিতে।

সন্দেশকালির রক্ষা কালী মন্দিরে পুজো দিয়ে শনিবার সকালে নিজের বুথে ভোট দিতে যান রেখা পাত্র। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বসিরহাটের বিজেপি প্রার্থী বললেন, ‘আমি এতবছর ভোটার হয়েও এই প্রথম নিজের ইচ্ছেয় ভোট দিচ্ছি। আমি একা নয়, এই এলাকার সব মানুষেরই কমবেশি একই অভিজ্ঞতা। অনেকবার এমন হয়েছে ভোটকেন্দ্র পর্যন্ত যেতে হয়নি। হুমকিতে ঘরেই ছিলাম। কোনওবার হয়তো ভোট দিতে গিয়েছি, কিন্তু ভোটটা দিয়েছি অন্যের নির্দেশে। সেই অর্থে এবারই প্রথমবার নিজের ইচ্ছেয় ভোট দিচ্ছি।’

   

তৃণমূলের ‘বাহুবলী’ নেতার ভেল্কি, ভোটের দুপুরে তড়িঘড়ি একসঙ্গে সুদীপ-কুণাল-পরেশ! কীসের ইঙ্গিত?

রেখা সংযোজন, ‘আমি চাই এলাকার সব মানুষই নিজের ইচ্ছেয় ভোট দিক। যার যাকে পছন্দ তাঁকে দিক, কিন্তু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন। ভোট দেওয়া মৌলিক অধিকার।’

সন্দেশখালি আন্দোলনের ‘প্রতিবাদী মুখ’ রেখা পাত্রকে এবার বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করে বিজেপি। প্রার্থী হওয়ার পর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেখাকে ফোন করেছিলেন। শুভেচ্ছা জানানোর পাশাপাশি আত্মবিশ্বাস জুগিয়েছেন। রেখার লড়াইকে দুর্গা শক্তির সঙ্গে তুলনা করেছেন নরেন্দ্র মোদী। ভোটে জিতে রেখাকে সংসদে দেখা গেলে ভাল লাগবে বলে জানিয়েছিলেন।

‘বোরখা পরে ফলস ভোট দিচ্ছে’, চাঞ্চল্যকর অভিযোগ সিপিএম প্রার্থী সায়রার