Rekha Patra: ভয়ঙ্কর শঙ্কায় রেখা পাত্র, তড়িঘড়ি হাইকোর্টের দ্বারস্থ বিজেপি প্রার্থী

বিজেপির সন্দেশখালির ২ নম্বর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ভাইরাল ভিডিও কাণ্ডে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। একই পথে হাঁটলেন বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির প্রতিবাদী…

Basirhat BJP candidate Rekha Patra voted for the first time as per her wish

বিজেপির সন্দেশখালির ২ নম্বর মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল ভাইরাল ভিডিও কাণ্ডে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। একই পথে হাঁটলেন বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রও। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তিনি। তাঁর বিরুদ্ধে কটা মামলা করেছে পুলিশ তা জানতে চেয়েই উচ্চ আদালতে মামলা করেছেন রেখা। এছাড়া, নিরাপত্তা এবং রক্ষাকবচ চেয়েও উচ্চ আদালতে আবেদন করেছেন বিজেপি প্রার্থী।

হাইকোর্ট সূত্রে খবর, বৃহস্পতিবারই রেখা পাত্রের করা মামলার শুনানি হতে পারে।

   

গত কয়েক সপ্তাহ ধরেই সংবাদ শিরোনামে সন্দেশখালির ভাইরাল ভিডিও। তোলপাড় পড়েছে বঙ্গ রাজনীতিতে। গত ৪ মে সকালে প্রকাশ্যে আসে সন্দেশখালির ৩২ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে- বিজেপি নেতা গঙ্গাধর দাবি করছেন, গত ফেব্রুয়ারি-মার্চ মাসে সন্দেশখালিতে ওঠা ধর্ষণের অভিযোগগুলি ‘সাজানো’, মহিলারা টাকার বিনিময়ে শেখ শাহজাহান ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ধর্ষণের ‘মিথ্যা’ অভিযোগ করেছেন। সন্দেশখালিতে মহিলাদের ধর্ষণের কোনও ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন ওই ভাইরাল ভিডিও-তে।

ভাইরাল ও স্টিং ভিডিয়োতেই দাবি করা হয়, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাও দু’হাজার টাকার বিনিময়ে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করেছিলেন পুলিশের কাছে। গোপন জবানবন্দিও দিয়েছিলেন। পরে আরও একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে রাষ্ট্রপতির কাছে যাওয়া সন্দেশকালির নির্যাতিতাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

গঙ্গাধর কয়াল, রেখা পাত্র- উভয়ই ওই ভাইরাল ভিডিও ‘ভুয়ো ও বিকৃত’ বলে দাবি করেছেন। এর পরেই সন্দেশখালির স্টিং ভিডিয়োকাণ্ডে গঙ্গাধর এবং রেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় থানায়। পুলিশ সেই নিয়ে তদন্তও শুরু করেছে। গঙ্গাধর ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারস্থ হয়েছেন। মামলা করেছেন হাইকোর্টে।

রেখা পাত্রেরও অনুমান তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হতে পারে। তাঁর বিরুদ্ধে পুলিশ ক’টা মামলা রয়েছে, তা জানতে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বসিরহাটের বিজেপি প্রার্থী। তাঁর বিরুদ্ধে যাতে কোনও কড়া আইনি পদক্ষেপ না করা হয় সেই আবেদনও করেছেন।