বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধন হবে কি না তা নিয়ে চলছে জোর জল্পনা (Shuvendu)। শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এর মধ্যেই বিতর্ক উস্কে দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন বারুইপুর পূর্ব বিধানসভা হিন্দু অধ্যুষিত। সেখানে নাকি ভোটার তালিকায় ৩২ জন মুসলিম অধিবাসীর নাম পাওয়া গেছে।
শুভেন্দুর দাবি এরা প্রত্যেকেই বাংলাদেশ থেকে আগত অবৈধ অনুপ্রবেশকারি। সাম্প্রতিক সময়ে বীরভূমের একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বুথ লেভেল অফিসার দের কে কার্যত হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি তার নিজস্ব ভঙ্গিতে প্রশ্ন করেন রাজ্যসরকারকে না জানিয়ে কেন ১০০০ জন BLO কে দিল্লিতে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিনি মৌখিক ভাবে এই BLO দের সরাতে নির্দেশ দিলেও বিরোধী দলনেতা এর বিরোধিতা করেন।
কাঁথির ভূমিপুত্র শুভেন্দু সাফ জানিয়েছেন মমতা ভোটার লিস্টের নিবিড় সংশোধন কে কেন্দ্র করে যথেষ্ট আশঙ্কিত। বারুইপুরের ভোটার লিস্টে এই গরমিল কে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরে তিনি বলেছেন। বাংলার সমস্ত বিধানসভা কেন্দ্রগুলিতেই এই গরমিল রয়েছে।
শুভেন্দুর দাবি করেছেন এই ধরণের অবৈধ অনুপ্রবেশকারীর নাম বাদ গেলে তা প্রভাব ফেলবে আসন্ন বিধানসভা নির্বাচনে। প্রভাব ফেলবে তৃণমূলের ভবিষ্যতেও। তাই তৃণমূল সুপ্রিমো আজ ভয় পাচ্ছেন।
শুভেন্দুর মতে বারুইপুর পূর্ব বিধানসভার ১০১, ১০২, ১০৪ ও ১০৫ নম্বর বুথগুলি শতাংশ হিন্দু অধ্যুষিত এলাকা। সেখানে কোনও মুসলিম সম্প্রদায়ের বাসিন্দা না থাকা সত্ত্বেও ভোটার তালিকায় হঠাৎ করে মুসলিম নামের ভোটারদের তালিকা প্রকাশ্যে আসায় তৈরি হয়েছে বিতর্ক।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ঘটনাকে হাতিয়ার করে দাবি করেছেন, এই নামগুলি সম্পূর্ণ ভুয়ো। তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচন কৌশল মজবুত করার লক্ষেই এই অনুপ্রবেশে মদত দিচ্ছে যাতে তাদের ভোটব্যাংক মজবুত হয়।
ভোটার তালিকার নিবিড় সংশোধনের প্রতিবাদে INDI জোট নির্বাচন কমিশন ঘেরাও করার ডাক দিয়েছে। অভিষেক বন্দোপাধ্যায় সেই ঘেরাওয়ের আগেই কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন ২ জনের নাম বাদ গেলেও তারা নির্বাচন কমিশনকে ছেড়ে কথা বলবেন না।
ডুরান্ড কাপের উত্তাপে শহরে এলেন সবুজ-মেরুন শিবিরে বিদেশি প্রহরী, দেখুন ছবি
তবে সুপ্রিম নির্দেশ যদি নির্বাচন কমিশনের পক্ষে যায় তাহলে তৃণমূল বা INDI জোট কারুর পক্ষেই কিছু করে নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করা সম্ভব হবেনা। যদি সেই চেষ্টা কেউ করে তবে তার বিপরীত ফল হবে।