Dengue in Bardhaman: কাজ না করলে কর্মীদের বাদ দিয়ে দেওয়ার হুঁশিয়ারি বিধায়কের

রাজ্যে ভয়াবহ আকার নিয়েছে ডেঙ্গু। কলকাতা থেকে জেলা, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। প্রশাসন পুরোদমে ডেঙ্গু মোকাবিলায় সচ্চর হয়েছে। এরই মধ্যে ডেঙ্গু মোকাবিলায় কর্মীদের সতর্ক করলেন বর্ধমানের দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। হুঁশিয়ারি দিয়ে বিধায়ক বলেন, “যারা কাজ না করে ভাবেছে ঘরে বসেই মাইনে পাবে তাদের কিন্তু সরাসরি বাদ দিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে কোনও কাউন্সিলরের সুপারিশেও কাজ হবে না।“

জানা যাচ্ছে বুধবার বর্ধমান টাউন হলে ডেঙ্গু নিয়ে বিশেষ কর্মসূচি হয়েছিল। বিশেষ এই কর্মসূচিকে ‘ডেঙ্গি বিজয়’ নাম দেওয়া হয়। যারা উপস্থিত ছিলেন, সেই সকল কর্মীদের প্রত্যেক মানুষের বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু নিয়ে সচেতন করার দায়িত্ব দেওয়া হয়েছে।

   

পৌরসভার কোনও ওয়ার্ডেই এই কাজ হচ্ছেনা, অথচ কর্মীরা মাইনে পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে বিধায়ক খোকন দাস তাঁদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা কাজ করবে না তাদের বাদ দিয়ে দেওয়া হবে। কোনও কাউন্সিলর সুপারিশ করলেও কাউকে ছেড়ে কথা বলবে না পৌরসভা।“

এছাড়া কর্মীদের কাজের গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার। তিনি বলেন, “ডেঙ্গু মোকাবিলা করতে সবাইকে কাজে লাগানো হয়েছিল। আমাদের আধিকারিকরা খোঁজ নিয়ে জেনেছেন, পৌরসভার পক্ষ থেকে যে মহিলা কর্মীদের বাড়ি বাড়ি খোঁজ নিতে বলা হয়েছিল সেই কাজ তাঁরা কেউ করতে যায়নি। এটা খুব লজ্জাজনক ব্যাপার। আমাদের ৪৮২ জন ডেঙ্গু নিয়ে কাজ করার জন্য কর্মী আছে। পৌরসভার ৩৫ টি ওয়ার্ডেই তাঁরা ভাগ হয়ে গিয়ে কাজ করবেন।“

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন