সায়ন্তিকার হল কী! শেষপর্যন্ত রাজ্যপালকে কী ‘বিবেচনা’র আবেদন?

রাজ্যপালকে সায়ন্তিকার চিঠি উপনির্বাচনে জয়ী দুই তৃণমূলের প্রার্থীর বিধায়ক পদে শপথকে কেন্দ্র করে জটিলতা অব্যহত। চিঠি চালাচালি নিয়ে টানাপোড়েন চলছে রাজভবন ও বিধানসভার মধ্যে। এই…

baranagar tmc winning candidate sayantika banerjee give letter to governor c v ananda bose, রাজ্যপালকে চিঠি সায়ন্তিকার

রাজ্যপালকে সায়ন্তিকার চিঠি

উপনির্বাচনে জয়ী দুই তৃণমূলের প্রার্থীর বিধায়ক পদে শপথকে কেন্দ্র করে জটিলতা অব্যহত। চিঠি চালাচালি নিয়ে টানাপোড়েন চলছে রাজভবন ও বিধানসভার মধ্যে। এই পরিস্থিতিতে এবার সরাসরি রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি গিলেন বরাহনগরের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

   

চিঠিতে কী লিখলেন?

বরাহনগর ও ভগবানগোলা উপনির্বাচনে জয় পেয়েছেন তৃণমূলের সায়ন্তীকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন। ভোটের ফল ঘোষণার পর দিন ২০ পেরলেও অবশ্য এই দু’জনের শপথ গ্রহণ হয়নি। এঁদের শপথের জন্য কয়েক সপ্তাহ আগেই রাজভবনকে চিঠি পাঠিয়েছিল বিধানসভার সচিবালয়। পাল্টা রাজভবনের পক্ষ থেকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয় প্রবীণ মহিলা বিধায়ক-নবীন বিধায়ক কে রয়েছেন? শপথ গ্রহণের সঙ্গে সেই চিঠির কী সম্পর্ক তা বুঝে উঠতে পারেনি বিধানসভার অধ্যক্ষ। এরপর ফের বিধানসভার তরফে চিঠি দিয়ে রাজভবনকে দ্রুত শপথ বাক্য পাঠের আবেদন করা হয়। সেই চিঠির প্রেক্ষিতে সায়ন্তিকা ও রেয়াত হোসেনকে চিঠি পাঠায় রাজভবন। যদিও জয়ী প্রার্তীদের দাবি, ওই চিঠিতেও উল্লেখ ছিল না কে তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।

রূপশ্রী প্রকল্পে মেয়েদের বিয়ের টাকা, বড় কী নির্দেশ রাজ্যের?

এই আবহে রাজভবনে পাল্টা চিঠি পাঠালেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, শপথবাক্য পাঠ না হওয়া পর্যন্ত তিনি এলাকায় কাজ করতে পারছেন না। ভাল হয় যদি বিধানসভার অধ্যক্ষ শপথ বাক্য পাঠ করান। ইতিমধ্যেই সেই চিঠি জমা পড়েছে রাজভবনে। তাঁর আবেদব বিবেচনার জন্য সি ভি আনন্দ বোসকে অনুরোধ করেছেন সায়ন্তিকা।

রাজ্যপালের বক্তব্য

এ দিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের রাজভবনে চিঠির প্রসঙ্গটি তিনি জাননেন না বলেই দাবি বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের। তাঁর কথায়, কে কবে শপথ নিচ্ছেন তা এখনও জানেন না।