Bankura: কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের পোস্টারে কালি লেপে বিজেপির উল্লাস

ফের দলীয় সমর্থকদের ক্ষোভের মুখে কেন্দ্রীয় মন্ত্রী ও বাঁকুড়ার (bankura) বিজেপি সাংসদ সুভাষ সরকার। দলীয় সমর্থকরা তাঁর ছবিতে কালি লেপে উল্লসিত হলেন। বিজেপি সমর্থকরা বলছেন, সুভাষ সরকার ‘অপদার্থ’। নিজের সংসদীয় এলাকায় বারবার দলীয় সমর্থকদের ক্ষোভের মুখে পড়ছেন সুভাষ সরকার। এর আগে তাঁকে দলীয় কার্যালয়ে বন্দি করে বিক্ষোভ করেছিলেন বিজেপির সমর্থকরা। 

Advertisements

স্থানীয় সংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকার ও দলের জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিজেপি সদস্যরা। প্রতিদিনই জেলার বিজেপির নেতা কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। বাঁকুড়া শহরের দলের জেলা কার্যালয় ছাতনায় ক্ষুব্ধ দলের কর্মীরা এদিন ক্ষোভ দেখান।

   

সুভাষ সরকারের ছবিতে কালি মাখিয়ে দেওয়ার পাশাপাশি অপদার্থ সুভাষ সরকার দূর হাটো ব্যানার সহ তার বিরুদ্ধে স্লোগান এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতাকর্মীরা। লোকসভা ভোটের আগেই জেলার হেভি ওয়েট এই নেতার বিরুদ্ধে যেভাবে খুব উগরে দিচ্ছেন সাধরণ কর্মীরা তাতে সাধারণভাবেই অসস্থিতে পদ্ম শিবির।

এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া বিজেপি নেতা শ্যামসুন্দর মন্ডল সহ অন্যান্যদের দাবি, একদিকে সুভাষ সরকার দলের অনুগামীদের জায়গা দিচ্ছেন। অন্যদিকে তার বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

 বিক্ষোভকারীরা জানিয়েছেন, উনি পদ পাওয়ার পর থেকে সাপের পাঁচ পা দেখেছেন। যারা ওর পায়ের তেল মাখাবে তাদের নিয়ে বাঁকুড়া জেলার সংগঠন চালানোর চেষ্টা করছে। সুভাষদা যদি দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটিয়ে যায় আগামী দিনে যে লোকসভা নির্বাচন সেখানে আমরা যে পুরনো দিনের কর্মীরা রয়েছি তারা সকলেই ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় রয়েছে। তারা কাজ চায় তাদের কাজ দেওয়া হচ্ছে না তারা বিদ্রোহ করবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements