Bankura: আদ্রা ডিভিশনের দাবি চালকের ঘুমের কারণেই ওন্দায় ট্রেন দুর্ঘটনা

বাঁকুড়ার (Bankura) ওন্দায় রবিবার সকালে ট্রেন দুর্ঘটনা ঘটে গেছে। দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির উপর উঠে য়ায় আরও একটি মালগাড়ি। দুটি গাড়ির ১২টি বগি লাইনচ্যুত। আদ্রা…

Bankura: আদ্রা ডিভিশনের দাবি চালকের ঘুমের কারণেই ওন্দায় ট্রেন দুর্ঘটনা

বাঁকুড়ার (Bankura) ওন্দায় রবিবার সকালে ট্রেন দুর্ঘটনা ঘটে গেছে। দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির উপর উঠে য়ায় আরও একটি মালগাড়ি। দুটি গাড়ির ১২টি বগি লাইনচ্যুত। আদ্রা ডিভিশন ডিআরএম মনীশ কুমার মনে করছেন, চালকের ভুলেই এ ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার খবর শুনে এলাকায় পৌঁছান রেলের সিনিয়ার ডিভিশনাল সেফটি অফিসার দিবাকর মাঝি। তিনি জানান, ঠিক কী কারণে এটি ঘটেছে তার জন্য তদন্তের রিপোর্টের অপেক্ষা করাই শ্রেয়।‌

দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের ডিআরএম মনীশ কুমার জানিয়েছেন, “লুপ লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। লাইনে সিগন্যালও লাল ছিল। তখন ওই লাইনে বাঁকুড়া থেকে বিষ্ণুপুুরের দিকে আসছিল আরও একটি মালগাড়ি। সিগন্যাল যে লাল হয়ে রয়েছে তা লক্ষ্য না করার ফলেই দুর্ঘটনা। মনে করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়তে পারেন।”

Advertisements

Bankura: আদ্রা ডিভিশনের দাবি চালকের ঘুমের কারণেই ওন্দায় ট্রেন দুর্ঘটনা

দুর্ঘটনার জেরে ওই শাখায় বহু ট্রেন বাতিল। বাতিল হয়ে গিয়েছে পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেসকে পুরুলিয়া স্টেশন থেকে টাটানগর থেকে ঘুরপথে চালানো হচ্ছে। বাতিল ট্রেনের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ওই এলাকায়। বাড়ছে ভিড়। ভিড় নিয়ন্ত্রণ করছে পুলিশ।