Purba Bardhaman: অনুপ্রবেশকারী বাংলাদেশি গ্রেফতার বর্ধমানে, ধৃত দুই ভারতীয় দালাল

Bardhaman

বাংলাদেশ থেকে ভারতে গোপনে ঢুকে নাম পরিচয় গোপন করে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। তার অনুপ্রবেশের মদতদাতা দুই দালালকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশি ব্যক্তির নাম রাজু আহমেদ। তার বাড়ি বাংলাদেশের গফরগাঁও। বর্ধমান থানার এসআই রণেন্দ্রনাথ মণ্ডল জানান, রাজু আহমেদ ভিসা এবং অন্যান্য সম্পর্কিত নথি ছাড়া অবৈধভাবে ভারতে ঢুকে। তিনি দশ দিন ধরে রাজমিস্ত্রির কাজ করছিলেন। বর্ধমানের বাজেপ্রতাপপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

   

পুলিশ সূত্রে খবর, বাংলাদেশি রাজুকে অনুপ্রবেশ করানো ও তাকে থাকতে দেওয়ার অভিযোগে পশ্চিম বর্ধমান জেলার আসনসোলের বাসিন্দা সুদীপ কুমার দাস বাপন এবং বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর বিভিন্ন শেখ মাজেদ রহমানকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে বেনাপোল সীমান্ত দিয়ে রাজু আহমেদ ভারতে প্রবেশ করে দালাল মারফত। সুদীপ কুমার দাস ও শেখ মাজেদ রহমান ভারতে প্রবেশ করতে এবং আশ্রয় দিতে সহায়তা করে।

বর্ধমান থানার পুলিশ জানিয়েছে, বাংলাদেশি রাজু আহমেদকে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে সাহায্য করে সুদীপ কুমার দাস। আর শেখ মাজেদ রহমান অর্থের বিনিময়ে আশ্রয় দিয়েছিলেন। তারা বাংলাদেশি নাগরিকদের অর্থের বিনিময়ে জাল ভারতীয় নথি তৈরির কাজ করেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন