ভুয়ো নথি দেখিয়ে আধার-ভোটার তৈরি, স্বরূপনগরে ধরা পড়ল বাংলাদেশি

কলকাতা: ফের রাজ্যে বাংলাদেশী! হাতেনাতে ধরা পড়ল স্বরূপনগর থেকে৷ ইউরোপ ফেরত বাংলাদেশি লাল্টু ধাবক (৩০) দীর্ঘদিন ধরেই অবৈধভাবে স্বরূপনগর সীমান্ত এলাকায় বসবাস করছিলেন। সম্প্রতি জানা…

Bangladeshi arrested in Bengal

কলকাতা: ফের রাজ্যে বাংলাদেশী! হাতেনাতে ধরা পড়ল স্বরূপনগর থেকে৷ ইউরোপ ফেরত বাংলাদেশি লাল্টু ধাবক (৩০) দীর্ঘদিন ধরেই অবৈধভাবে স্বরূপনগর সীমান্ত এলাকায় বসবাস করছিলেন। সম্প্রতি জানা যায়, তার নাম স্থানীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে তাঁর শ্বশুর ও শাশুড়িকে ‘বাবা-মা’ হিসেবে দেখিয়েছেন৷ ভুয়ো নথিপত্রের মাধ্যমে ভোটার কার্ড, আধার কার্ড-সহ বিভিন্ন সরকারি কাগজপত্র তৈরি করে নিয়েছেন লাল্টু৷ 

ভুয়ো পরিচয়

লাল্টুর স্ত্রী সালেহা বিবি সাংবাদিকদের কাছে অকপটে স্বীকার করেছেন, তাদের পরিবারের অন্য কোন ভাই নেই। শ্বশুর ইয়াদুত ধাবক ও শাশুড়ি ফতেমা ধাবক নিজের দুই ছেলের মধ্যে একজনকে বাংলাদেশে রেখে, আরেকজনকে ভারতে বসবাস করিয়ে লাল্টুর নামের নথি তৈরি করেছেন।

   

ভুয়ো নথি Bangladeshi arrested in Bengal

স্থানীয় জনগণ ও সাংবাদিকদের প্রশ্নের মুখে পরিবারের সদস্যরা মুখ লুকিয়ে তথ্য দেওয়া এড়িয়ে চলেছেন। প্রশ্ন উঠছে, কীভাবে সীমান্তে থাকা একজন বাংলাদেশি যুবক ভুয়ো নথি দেখিয়ে ভারতীয় ভোটার তালিকায় স্থান পেয়েছেন।

Advertisements

এই ঘটনায় স্বরূপনগর থানাসহ সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত শুরু করেছে। এখন দেখার বিষয়, প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে এই অনিয়ম বন্ধ করতে পারে।

West Bengal: A Bangladeshi man, Laltu Dhabak, was arrested in Swarupnagar, West Bengal, for illegally obtaining Indian identity documents. The case has sparked an investigation into how he managed to get on the voter list using fake papers.