বহিরাগতদের জাল ডোমিসাইল দুর্নীতির বিরুদ্ধে মিছিল করে প্রশাসনের দ্বারস্থ বাংলা পক্ষ

সরকারি চাকরিতে জাল ডোমিসাইল ও কাস্ট সার্টিফিকেটের বিরুদ্ধে জেলা শাসকের দ্বারস্থ বাংলা পক্ষ (Bangla Pokkho)। কেন্দ্রীয় আধাসেনায় রাজ্য কোটায় বহু পদ জাল ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে…

Bangla Pokkho

সরকারি চাকরিতে জাল ডোমিসাইল ও কাস্ট সার্টিফিকেটের বিরুদ্ধে জেলা শাসকের দ্বারস্থ বাংলা পক্ষ (Bangla Pokkho)। কেন্দ্রীয় আধাসেনায় রাজ্য কোটায় বহু পদ জাল ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে অবাঙালিরা দখল করে নিচ্ছে। মূলত, বিহার, উত্তরপ্রদেশের বাসিন্দারাই এই কাজে লিপ্ত বলে অভিযোগ তুলেছে বাংলা পক্ষ। বৃহস্পতিবার এই ইস্যুতেই বারাসতে জেলা শাসকের দফতরে ডেপুটেশন দেওয়া হয় দলের তরফে।

শুভেন্দুর হাতে ‘মিষ্টি’ খেয়ে দিলীপের মুখে মমতার ‘শুভনন্দন’! নতুন খেলা শুরু?

   

এদিন সদর শহর বারাসাত থানা থেকে জেলা শাসকের দফতর পর্যন্ত মিছিল করে গিয়ে ডেপুটেশন দেয় সংগঠনের কর্মীরা। এই মিছিলে পা মেলান বাংলা পক্ষের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, সাংগঠিক সম্পাদক কৌশিক মাইতি ও শীর্ষ পরিষদ সদস‍্য মহম্মদ সাহিন সহ অন্যান্যরা। জেলাশাসকের দফতরে সহকারী জেলা শাসকের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়।

‘ক্ষমা চাওয়ার বদলে দুঃখপ্রকাশ করুন’, আবেগপ্রবণ ফিরহাদ জবাব দিতেই শুভেন্দুর রাগ গলে জল?

জেলা শাসকের কাছে আর্জি জানানো হয়েছে যে, সিলেকশনের আগে চাকরি প্রার্থীর জন্মস্থান, স্কুল, কলেজ কোথায় তা যেন ভালোভাবে খতিয়ে দেখা হয়। তা না হলে বহিরাগতদের কাছে বঞ্চিত হবে ভূমিপুত্র বাঙালিরা। তাঁদের অভিযোগ ২০২১ ও ২০২২ সালের নিয়োগের ক্ষেত্রে প্রায় ৫৫০০ জন এইরকম সন্দেজনক প্রার্থী আছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তে একাধিক দালাল গ্রেফতার করা হয়েছে।

ফরাসি বিপ্লবের দেশে আরও এক স্বপ্নিল পদক ভারতের

রাজ‍্য পুলিশও তদন্ত করছে। ডেপুটেশন পেয়ে সহকারী জেলাশাসক সদর্থক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। এবং সংগঠনের তরফে পুরো বিষয়টায় নজর রাখা হবে বলেও সংগঠনের নের্তৃত্বের তরফে জানানো হয়েছে।