সমস্ত কারখানায় বাঙালি শ্রমিকের চাকরির দাবিতে সরব বাংলাপক্ষ

ফের একাধিক ইস্যু নিয়ে সরব হল বাংলাপক্ষ (Bangla pokkho)। জানা গিয়েছে, রবিবার বাঁকুড়ার মেজিয়ায় সমস্ত কারখানায় স্থানীয়দের কাজ, চাকরির দাবিতে ও বিজেপির বাংলা ভাগের চক্রান্তের…

সমস্ত কারখানায় বাঙালি শ্রমিকের চাকরির দাবিতে সরব বাংলাপক্ষ

ফের একাধিক ইস্যু নিয়ে সরব হল বাংলাপক্ষ (Bangla pokkho)। জানা গিয়েছে, রবিবার বাঁকুড়ার মেজিয়ায় সমস্ত কারখানায় স্থানীয়দের কাজ, চাকরির দাবিতে ও বিজেপির বাংলা ভাগের চক্রান্তের প্রতিবাদে বাংলা পক্ষ একটি পথসভা করলো।

জানা গিয়েছে, মেজিয়ার DVC র তাপ বিদ্যুৎ কেন্দ্র এনং শ্যাম স্টিলের কারখানায় ৮০-৯০% বিহার, ইউপি, ঝাড়খন্ডের লোকজন কাজ করছে। কিন্তু বাঙালিকে কাজে নেওয়া না৷ তাই রানীগঞ্জ এবং মেজিয়ার সমস্ত ফ্যাক্টরিতে ৯০% ভূমিপুত্র সংরক্ষণের দাবি ওঠে পথসভা থেকে। সভায় উপস্থিত ছিলেন বাংলা পক্ষর শীর্ষ নেতৃত্ব কৌশিক মাইতি, সম্রাট কর, বাঁকুড়া জেলার সম্পাদক অচিন্ত্য কুমার নাথ, পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক অক্ষয় বন্দ্যোপাধ্যায়, রানীগঞ্জ বিধানসভার সম্পাদক দীপায়ন মুখার্জী। সভার আয়োজন করেন মেজিয়ার সহযোদ্ধা তারকনাথ দত্ত।

   

কৌশিক মাইতি বলেন, “আমাদের লজ্জার কথা, এখানে এত কয়লাখনি, এত ফ্যাক্টরি- কিন্তু কোনো বাঙালি কাজ পায় না। মেজিয়া, শালতোড়ার ছেলেমেয়েরা অন্য রাজ্যে কাজে যাচ্ছে। অথচ DVC Thermal Power Plant, শ্যাম স্টিলের কারখানায় কাজ করছে বিহার, ইউপি, ঝাড়খন্ডের লোকজন। স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব কি ঘুমাচ্ছে? আগামীতে বাংলা পক্ষর নেতৃত্বে DVC এবং শ্যাম স্টিলের ফ্যাক্টরিতে অভিযান হবে। স্থানীয় ছেলেমেয়েদের হাতে কাজ তুলে দেবে বাংলাপক্ষ।”

Advertisements