অনুপ্রবেশ! বিএসএফকে কাঁটাতার বসাতে বাধা বিজিবির, সংঘাত অব্যাহত

মালদায় (Maldah) কাঁটাতার দেওয়া নিয়ে সংঘাত অব্যাহত। মালদার বৈষবনগরে ভারত-বাংলাদেশ (India Bangladesh Border) সীমান্তে ফের উত্তেজনা। কাঁটাতার দেওয়া নিয়ে দুদেশের নাগরিকেরাও সংঘাতে জড়ায়। বিএসএফ (BSF)…

Bangaldesh row Bsf bgb conflict over fencing installation in Maldah Baishnabnagar border

মালদায় (Maldah) কাঁটাতার দেওয়া নিয়ে সংঘাত অব্যাহত। মালদার বৈষবনগরে ভারত-বাংলাদেশ (India Bangladesh Border) সীমান্তে ফের উত্তেজনা। কাঁটাতার দেওয়া নিয়ে দুদেশের নাগরিকেরাও সংঘাতে জড়ায়। বিএসএফ (BSF) কাঁটা তার দিতে গেলে বাধা দেয় বিজিবি। ভারতীয় ভূখন্ডকে বিতর্কিত বলে দাবি করে ওপারের নাগরিকেরা। রোহিঙ্গারা মালদা সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশের চেষ্টা করছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। তবে সেই দাবি নস্যাৎ করে বিজিবি। এই সংঘাতের আবহেই বৃহস্পতিবার পেট্রাপোল-বেনাপোলে ফ্ল্যাগ মিটিং-য়ে বসছে বিএসএফ-বিজিবি। তবে এই মিটিংকে রুটিন বৈঠক বলে দাবি বিএসএফের।

লক্ষ্মীর ভাণ্ডার অতীত! ছাব্বিশের লক্ষ্যে নয়া অস্ত্র তৃণমূলেও

   

তবে দু-পক্ষের সংঘাতের কারণে আপাতত স্থগিত রাখতে হয়েছে কাঁটাতার দেওয়ার কাজ। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে পাচারচক্র ও অনুপ্রবেশ রমরমিয়ে চলে আসছে। অন্যদিকে, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ জুড়ে সৃষ্টি হয় নৈরাজ্যকর পরিস্থিতির। সেই আবহে বাংলাদেশ থেকে ভারতে আসতে শুরু করে বিরাট অনুপ্রবেশের ঢল। আর এই অনুপ্রবেশকে কাজে লাগিয়ে একাধিক জঙ্গি সংগঠনের সদস্যরাও ভারতের মাটিতে অনুপ্রবেশ করে বলে অভিযোগ তোলা হয় কেন্দ্রের পক্ষ থেকে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার করা হয়েছে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। তারমধ্যে রমরমিয়ে চলা জাল পাসপোর্ট চক্রের হদিশ মেলায় সামগ্রীক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন কেন্দ্রের মোদী সরকার। 

মুজিব হত্যা ষড়যন্ত্র-৩: দরজা বন্ধ করেই নিঃসঙ্গ প্রাক্তন প্রধানমন্ত্রীর ইঙ্গিত মুজিব খুন হবেন!

অন্যদিকে,বাংলাদেশি (Bangladesh) অনুপ্রবেশ নিয়ে কেন্দ্র-রাজ্যের মধ্যে বল ঠেলাঠেলি অব্যাহত। বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে বাংলাদেশ ইস্যুতে মোদী সরকারকে কাঠগড়ায় তুলতে পিছুপা হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি গঙ্গাসাগরে গিয়ে স্থানীয় মৎসজীবীদের ওপর বাংলাদেশের নির্যাতন নিয়েও সরব হন তিনি। 

‘ছাব্বিশে হারবে তৃণমূল!’ প্রকাশ্যে পার্থকে বললেন TMC কর্মী

আবার, রাজ্যের আপত্তিতেই সীমান্তে কাঁটাতার দেওয়া সম্ভব হচ্ছে না বলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে পাল্টা আক্রমণ করছেন একাধিক কেন্দ্রীয় নেতারা। যাতে সুর মিলিয়েছেন শুভেন্দু-সুকান্তরাও। এহেন পরিস্থিতিতে মালদাহে সীমান্তে কাঁটাতার নিয়ে সংঘাত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও তলানিতে নেবে বলেই মনে করছে কূটনৈতিক মহল।