Manoranjan Byapari: ‘মেরুদন্ড বাঁকানো যাবে না’ তৃণমূলকে বার্তা দিলেন ‘চণ্ডাল’ বিধায়ক

manoranjan byapari

বিদ্রোহ থেকে সরছেন না তা ফের ইঙ্গিতে স্পষ্ট করে দিলেন বলাগড়ের বিধায়ক (Manoranjan Byapari) মনোরঞ্জন ব্যাপারি। এবার তাঁর ঘোষণা ‘এক চন্ডাল যার মেরুদণ্ড বাঁকানো যাবে না’। পঞ্চায়েত ভোটে দলীয় প্রার্থী বাছাই নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে ইতিমধ্যেই তিনি সংবাদমাধ্যমে ‘দলত্যাগ’ ঘোষণা করেছেন।  সাংগঠনিক পদ থেকে সরে গেছেন বলে সামাজিক মাধ্যমে লিখেছেন। 

বলাগড়ের বিধায়ক কি তৃণমূলেই আছেন নাকি নেই? সেটা নিয়ে বিস্তর চর্চা। কারণ, বিধায়ক মনোরঞ্জন ব্যাপারিকে নিয়ে নীরব শাসকদল। বিধায়ক দলীয়স্তরে কোনও পদত্যাগপত্র পাঠিয়েছেন কিনা তাও স্পষ্ট নয়। প্রশ্ন উঠেছে প্রার্থী নিয়ে হুগলি জেলা তৃণমূল নেতাদের বিরুদ্ধে তীব্র গোঁসা দেখালেও কতটা বিদ্রোহী থাকবেন মনোরঞ্জন ব্যাপারি। 

   

বিধায়ক-লেখক মনোরঞ্জন ব্যাপারি বৃহস্পতিবার ফেসবুকে ফের হুঙ্কার ছাড়লেন। ‘ইতিবৃত্তে চণ্ডাল জীবন’ লেখক মনোরঞ্জন ব্যাপারি মেরুদণ্ড বাঁকাবেন না বলেই জানালেন। তাঁর বিষয়ে হুগলি জেলার তৃণমূল নেতারা কিছু বলতে চাননি। তবে তারা কটাক্ষ করেছেন, ওনার কোনও সাংগঠনিক ক্ষমতা নেই। উনি ভোট বেঝেন না।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন