Baguiati Double Murder: বাগুইআটি জোড়া খুনের মূল অভিযুক্ত সত্যেন্দ্র ধৃত

বাগুইআটি জোড়া খুনের (Baguiati Double Murder) মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী ধৃত। তাকে হাওড়া স্টেশন থেকে ধরা হয়। বারবার সিম পাল্টে ও বিশেষ অ্যাপ ব্যবহার করে…

বাগুইআটি জোড়া খুনের (Baguiati Double Murder) মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী ধৃত। তাকে হাওড়া স্টেশন থেকে ধরা হয়। বারবার সিম পাল্টে ও বিশেষ অ্যাপ ব্যবহার করে পুলিশ ও সিআইডি নজর এড়াচ্ছিল সত্যেন্দ্র।

Advertisements

বছর ২৪ এর সত্যেন্দ্র চৌধুরী নিজের অবস্থান বদলানোর পাশাপাশি বদলাচ্ছিল পেশাদার অপরাধীর মতো। একাধিক সিমকার্ড ব্যবহার করছিল। যার ফলে সত্যেন্দ্রর অবস্থান জানা কঠিন হয়। পরে সূত্র মারফত তাকে হাওড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।

   

টানা ১৮ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল জোড়া খুনের মাস্টারমাইন্ড বলে অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। শুক্রবার সকালে হাওড়া স্টেশন থেকে অন্য রাজ্যে পালিয়ে যাওয়ার ছক কষেছিল সে। তখনই তাকে ধরা হয়।

সূত্রের খবর, বিধাননগর পুলিশ কমিশনারেটে নিয়ে আসা হবে সত্যেন্দ্রকে। সেখানে প্রাথমিক পর্বের জিজ্ঞাসাবাদের পরে তাকে সিআইডির হাতে তুলে দেওয়া হবে৷ 

বাগুইআটির জোড়া ছাত্র খুনের পর থেকে সপ্তাহখানেক অধরা ছিল সত্যেন্দ্র। অবস্থান খুঁজে পাওয়া যাতে সম্ভব না হয়, সেজন্য একাধিক অ্যাপ ব্যবহার করছিল সে। বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির শেষ টাওয়ার লোকেশন মিলেছিল হুগলি জেলায়। কিন্তু সেখানকার কোন এলাকায় তার খোঁজ মেলেনি। সেই সূত্র ধরে হাওড়া সহ রাজ্য জুড়ে বিশেষ নজরদারি রাখা হয়।

এর আগে একাধিকবার পুলিশের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছেন মৃত অতনুর পরিবার। প্রথম মেসেজ এসেছিল অতনুর বান্ধবীর কাছে। তাঁকেই বলা হয়েছিল এবিষয়ে যেন তিনি অতনুর পরিবারের। এরপর পরিবারের ফোনেই একের পর এক মেসেজ আসতে শুরু করেছিল।

অভিযোগ, অতনুর এক বন্ধুর কাছে প্রথম মুক্তিপণের জন্য হুমকি মেসেজ আসে ২৪ অগাস্ট। সেখানে এরপর সেপ্টেম্বরের ৩ তারিখ অতনুর বাবার কাছে মেসেজ আসে। মেসেজে বলা হয়, ছেলের মৃতদেহ ডানকুনি থেকে নিয়ে নিতে। ২৫ অগাস্ট হাড়োয়ায় অভিষেকের দেহ উদ্ধার হয়েছে। তারপরে সেই দেহ উদ্ধারের কথা জানিয়ে থানায় থানায় বার্তা দেওয়া হয়। কিন্তু তার আগে, ২৩ অগাস্ট ন্যাজাটে অতনুর দেহ উদ্ধার হয়। মাত্র ৫০ হাজার টাকার বিনিময়ে কেন খুন প্রশ্ন উঠতে শুরু করেছে।