থ্রেট কালচারে উত্তাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ, ফের নজরে অভীক দে

এবার থ্রেট কালচারে উত্তাল হয়ে উঠল আরও এক মেডিকেল কলেজ (North Bengal Medical College and Hospital)। অভীক দে-র বিরুদ্ধে বিভাগীয় প্রধানকে গুণ্ডা দিয়ে শাসানোর অভিযোগকে…

এবার থ্রেট কালচারে উত্তাল হয়ে উঠল আরও এক মেডিকেল কলেজ (North Bengal Medical College and Hospital)। অভীক দে-র বিরুদ্ধে বিভাগীয় প্রধানকে গুণ্ডা দিয়ে শাসানোর অভিযোগকে ঘিরে সরগম হয়ে উঠল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হোস্টেল। অভিকের বিরুদ্ধে মেডিকেল কলেজ এবং হোস্টেলে অভীকের বিরুদ্ধে পড়ল পোস্টার।

বর্তমানে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল বাংলা থেকে সারা দেশ । এই ঘটনার পর থেকেই বহু মানুষের নাম প্রকাশ্যে উঠে এসেছে। যার মধ্যে অন্যতম হএন অভীক দে। এই অভীক দে হলেন এসএসকেএম হাসপাতালের স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী। 

   

গত ৯ অগস্ট এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের অভিযোগে সংগঠনের এক পুরনো সদস্যকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেসের ছাত্র শাখা। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণঙ্কুর ভট্টাচার্য এক বিবৃতিতে জানিয়েছেন, এসএসকেএম হাসপাতালের স্নাতকোত্তর প্রশিক্ষণার্থী অভীক দে-কে সাসপেন্ড করা হয়েছে। যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে নোটিশে জানান তৃণাঙ্কুর ভট্টাচার্য।।

একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে, হাসপাতালের সেমিনার হলে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের পর ভিডিওতে দেখা লাল শার্ট পরা এক ব্যক্তিকে অভীক দের সঙ্গে সাদৃশ্যপূর্ণ বলে মনে হচ্ছে। যদিও কলকাতা পুলিশ দাবি করেছিল যে এটি অভীক দে নয়, তাদের একজন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। এদিকে লাল শার্ট পরা ব্যক্তির পরিচয় নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। যদিও সেই সময় তিনি হাসপাতালে ছিলেন বলে অস্বীকার করেছেন অভীক দে।

অন্যদিকে তৃণমূল নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, “অভিকের ব্যাপারে পরবর্তী কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা সিবিআই তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব।”