খুন নয় আত্মঘাতী হয়েছেন অর্জুন চৌরাসিয়া: ময়নাতদন্ত রিপোর্ট

কাশীপুরের বিজেপির যুব নেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যু ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। সেই ঘটনার ময়নাতদন্ত রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। রিপোর্টে বলা হয়েছে, খুন নয়, বরং আত্মহত্যা করেছেন অর্জুন। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সেই রিপোর্ট জমা পড়েছে।

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়ে। যদিও শুরু থেকে বিজেপি দাবি করছিল রাজনৈতিক হিংসার বলি হতে হয়েছে অর্জুনকে। তৃণমূলের দিকেই বারবার আঙুল তুলছিলেন তাঁরা। এমনকি শুক্রবার অর্জুনের পরিবারের সঙ্গে দেখা করে একই দাবি তুলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একইসঙ্গে সিবিআই তদন্তের দাবি তোলেন তিনি।

   

উল্লেখ্য, শুক্রবার কাশীপুর রেল কলোনির একটি পরিত্যক্ত ঘর থেকে বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার মৃতদেহ উদ্ধার হয়। কী কারণে মৃত্যু হয়ে রহস্যের দানা বাঁধতে শুরু করে। শুরু থেকেই পরিবারের দাবি ছিল রাজনৈতিক প্রতিহিংসার কারণে খুন হতে হয়েছে অর্জুনকে। ঘটনার দিন থেকে পুলিশি তদন্তে অনাস্থা ছিল পরিবারের। মৃতদেহ আগলে রেখেছিল পরিবার। কিন্তু পুলিশ এসে পরে মৃতদেহ নিয়ে যায়।

প্রথমে মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু পরে মামলা হাইকোর্টে গড়ায়। বিজেপির দাবি ছিল অর্জুনের মৃতদেহের ময়নাতদন্ত করা হয় কল্যাণী এইমসে। সেখানে পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় আলিপুরের কম্যান্ড হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। সেই ময়নাতদন্তের রিপোর্টে অন্য কিছু আসায় অস্বস্তি বাড়তে শুরু করেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন