ধর্ষণের প্রতিবাদী মিছিলে নারী নির্যাতন, নৈহাটিতে অভিযোগের কাঠগড়ায় তৃণমূল

নৈহাটিতে প্রতিবাদী মিছিলে হামলা! অভিযোগের তির তৃণমূলের দিকে।আরজি কর কাণ্ডের (RG Kar Case) এক মাসের মাথায় রবিবার ফের রাত দখলের লড়াইতে সামিল হয় রাজ্যবাসী। ধর্ষণ…

ধর্ষণের প্রতিবাদী মিছিলে নারী নির্যাতন, নৈহাটিতে অভিযোগের কাঠগড়ায় তৃণমূল

নৈহাটিতে প্রতিবাদী মিছিলে হামলা! অভিযোগের তির তৃণমূলের দিকে।আরজি কর কাণ্ডের (RG Kar Case) এক মাসের মাথায় রবিবার ফের রাত দখলের লড়াইতে সামিল হয় রাজ্যবাসী। ধর্ষণ ও খুনের ঘটনায় বিচার চেয়ে ৮ সেপ্টেম্বর ফের পথে নামে আমজনতা। সকলেরই একটাই দাবি, তিলোত্তমার সঠিক বিচার চাই। টালিগঞ্জ থেকে হাজরা আবার সোদপুর থেকে শ্যামবাজার মানববন্ধন করেন সকলেই। গতকাল এই আন্দোলনে পা মিলিয়েছিলেন তারকা থেকে সাধারণ মানুষ।

পাশাপাশি নৈহাটিতেও অভয়ার বিচারের দাবিতে রাত দখলে অংশ নেন বিভিন্ন স্কুলের প্রাক্তনীরাও। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের মাঝেই ঝামেলার সৃষ্টি ঘটে সেখানে। একদল দুষ্কৃতী এই মিছিলের উপর হামলা করে। অভিযোগের তির তৃণমূলের দিকে। যদিও শাসকদল এই অভিযোগ একেবারেই মানতে নারাজ।

জানা গিয়েছে, রবিবার নৈহাটির প্রায় ৮টি স্কুলের ছাত্রছাত্রীরা তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিতে মিছিল করেন।অভিযোগ, সেই সময়ে অন্যদিক থেকে শাসকদলের একটি মিছিল আসছিল। তারাই এসে শান্তিপূর্ণ মিছিলের উপর হামলা করে। যার জেরে বহুজন আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তর পল্লিমঙ্গল স্কুলের এক ছাত্র জানান, তাঁরা তিলোত্তমার বিচারের দাবিতে একেবারেই শান্তিপূণর্ভাবে মিছিল করছিলেন৷ কিন্তু হঠাৎ করেই শাসকদলের একাংশ এই মিছিলে ঢুকে পরে এবং সেই সঙ্গে তাঁদের উপর হামলা চালায়৷

Advertisements

ঘটনার (RG Kar Case) জেরে ছাত্র-ছাত্রীর পাশাপাশি কয়েকজন স্যারও আহত হয়েছেন। যদিও এই ঘটনার কথা অস্বীকার করেন নৈহাটি যুব তৃণমূল নেতা অভিজিৎ চট্টোপাধায়। তিনি বলেন, “আমরাও সঠিক বিচারের দাবিতেই পথে নেমেছিলেন, একটি টোটো নিয়ে মাইকে করে প্রতিবাদ করছিলাম। কিন্তু হঠাৎই তাঁরা এই টোটোর উপর উঠে ওটা দখল করে নেয়। এদিকে ১৩ অগস্ট ঘটনার সঠিক বিচারের দায়িত্বভার নেন সিবিআই, আজ ৮ সেপ্টেম্বর হয়ে গেল এখনও দোষীরা শাস্তি পাননি। আমরাও তো প্রাক্তনী। আমরাও মিছিল করছিলাম৷ কিন্তু হঠাৎ করেই এমন বিশৃঙ্খল ঘটনা ঘটবে ভাবতে পারিনি।