Taslima Nasrin: ‘লজ্জা’ বই নিষিদ্ধ করুন, ফের মমতাকে কটাক্ষ বার্তা তসলিমার

ধর্মীয় মৌলবাদ বিরোধী ও নাস্তিক যুক্তিবাদী লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)  দীর্ঘ সময় তার নিজের দেশ বাংলাদেশ  থেকে নির্বাসিত। তার অভিযোগ, পশ্চিমবঙ্গের পূর্বতন বামফ্রন্ট সরকারের…

Taslima Nasrin

ধর্মীয় মৌলবাদ বিরোধী ও নাস্তিক যুক্তিবাদী লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)  দীর্ঘ সময় তার নিজের দেশ বাংলাদেশ  থেকে নির্বাসিত। তার অভিযোগ, পশ্চিমবঙ্গের পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে সে রাজ্যের বসবাস ছেড়ে চলে যেতে হয়েছিল। এবার তিনি বাংলার বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বার্তা দিলেন।

Taslima Nasreen sends sarcastic message to Mamata Banerjee, asks her to ban the book Lajja বাবরি ধংসের প্রতিক্রিয়ায় লেখা লজ্জা

   

উল্লেখ্য ১৯৯২ সালে বাবরি মসজিদ ধংসের পর ১১৯৩ সালে তসলিমা নাসরিন লিখেছিলেন লজ্জা উপন্যাস। এই উপন্যাসে তিনি দেখিয়েছিলেন বাবরি ধংসের প্রতিক্রিয়ায় বাংলাদেশে তৎকালীন সংখ্যালঘুদের উপর হামলার পরিস্থিতি। লজ্জা বাংলাদেশ থেকেই প্রকাশিত হয়েছিল। এই বইটি পশ্চিমবঙ্গে তীব্র আলোড়ন ফেলে দেয়। তসলিমা বাংলাদেশ থেকে নির্বাসিত হন।

Taslima Nasreen sends sarcastic message to Mamata Banerjee, asks her to ban the book Lajja লজ্জা উপন্যাসের নাটক ঘিরে বিতর্ক 

এবার তসলিমা লিখিত লজ্জা উপন্যাসের নাট্যরূপ নিয়ে বিতর্ক। অভিযোগ, এই নাটক মঞ্চস্থ করতে বাধা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। তসলিমা নাসরিন লিখেছেন, ‘মানবতা, উদারতা এবং অসাম্প্রদায়িকতার পক্ষে লেখা আমার তথ্যভিত্তিক উপন্যাস ”লজ্জা” অবলম্বনে যে নাটকটি  পশ্চিমবঙ্গে মঞ্চস্থ হতে যাচ্ছিল, সেটিকে দাঙ্গা বাঁধতে পারে এই অজুহাতে মঞ্চস্থ হতে বাধা দিল পশ্চিমবঙ্গ সরকার। অথচ ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে, লজ্জা একটি তীব্র প্রতিবাদ।’

তিনি লিখেছেন, আমার লজ্জা নামের গ্রন্থটি  কিন্তু  গত ৩০ বছর ধরে পশ্চিমবঙ্গে প্রকাশিত হচ্ছে। গ্রন্থটি বরাবরই বেস্ট সেলার লিস্টে। আনন্দ পাবলিশার্সের   এই গ্রন্থটির প্রকাশ তো  নিষিদ্ধ হয়নি!  এটিকেও নিষিদ্ধ করুন মাননীয় মূখ্যমন্ত্রী।  সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে লেখা এই গ্রন্থটিকে নিষিদ্ধ না করে এই গ্রন্থ  অবলম্বনে নির্মিত নাটক  নিষিদ্ধ করাটা সম্পূর্ণ  অযৌক্তিক।

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ তসলিমা নাসরিনের 

ফেসবুকে লিখে তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে চ্যালেঞ্জ জানিয়েছেন বলে মনে করছেন বহু নেটিজেন। তসলিমার লেখার পক্ষে ও বিপক্ষে মন্তব্যের ঝড় উঠেছে।

ফেসবুকে তসলিমা নাসরিন লিখেছেন, “যাঁরা লজ্জা নাটকটি দেখতে চেয়েছিলেন, বা যাঁরা নাটকটির নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করতে চান, তাঁরা লজ্জা গ্রন্থটি কিনুন এবং পড়ুন। এবং অন্যকে পড়তে দিন।”

“লজ্জা” বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন রচিত একটি উপন্যাস। উপন্যাসটি একাধিক ভাষায় অনূদিত হয়েছে। ১৯৯৩ সালে প্রথম প্রকাশিত এই বইটি বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই উপন্যাস প্রকাশের পর বামলাদেশে লেখিকা তসলিমার বিরুদ্ধে ইসলামি সংগঠনগুলি সোচ্চার হয়েছিল।পরবর্তীতে তিনি দেশ ছাড়তে বাধ্য হন। বইটি প্রকাশের প্রথম ছয় মাসেই “লজ্জা”র প্রায় পঞ্চাশ হাজার কপি বিক্রি হয়েছিল। ‘লজ্জা’ এখনও তীব্র আলোচিত।

Controversy over the play version of the novel titled ‘lajja’. Allegedly, the West Bengal government has prevented the staging of this play. Taslima Nasrin wrote, ‘The play based on my fact-based novel ”lajja” written in favor of humanity, generosity and non-communalism, which was going to be staged in West Bengal, was stopped from being staged by the West Bengal government on the pretext that it might lead to riots. However, ‘lajja’ is a strong protest against religious communalism, against riots and riots.’