লোকসভার ‘খেলা’ শেষ, আগামীতে বাংলার কোন কোন কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন?

লোকসভা ভোট মিটেছে, কিন্তু এ রাজ্যে ভোটের রেশ জারি। আগামী ৬ মাসের মধ্যে বাংলার বেশ কয়েকটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হবে। অঙ্ক মেলালে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের…

assembly by election will be held in 9 constituencies in west bengal within next six months, আগামীতে বাংলার কোন কোন কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন?

লোকসভা ভোট মিটেছে, কিন্তু এ রাজ্যে ভোটের রেশ জারি। আগামী ৬ মাসের মধ্যে বাংলার বেশ কয়েকটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হবে। অঙ্ক মেলালে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের ৯টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।

তৃণমূল এবং বিজেপি লোকসভা ভোটে বাংলার একাধিক কেন্দ্রে দলীয় বিধায়কদের প্রার্থী করেছিল। এঁদের অনেকে লোকসভা ভোটে সাফল্য পেয়েছেন, অনেকে অসফল। ফলে রাজ্যের ওইসব বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অবশ্যম্ভাবী।

   

কোন কোন কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হবে?

সিতাই, মাদারিহাট, নৈহাটি, তালড্যাংড়া, মেদিনীপুর, হাড়োয়া, বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ

এবার কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূলের হয়ে জিতেছেন জগদীশচন্দ্র বসুনিয়া। তিনি হারিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে। জগদীশবাবু বর্তমানে সিতাইয়ের বিধায়ক। সাংসদ হিসেবে শপথ নেওয়ার আগে তাঁকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে। ফলে সিতাই বিধানসভায় উপনির্বাচন হবে।

আলিপুরদুয়ারের সিতাই বিধানসভার বিধায়ক বিজেপির মনোজ টিগ্গা। তিনি আলিপুরদুয়ার লোকসভায় জিতেছেন। ফলে মাদারিহাটেও উপনির্বাচন হবে।

ব্যারাকপুর লোকসভায় তৃণমূলের হয়ে জয়ী হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক। নৈহাটি বিধানসভার বিধায়ক তিনি। ফলে ওই পদ থেকে ইস্তফা দিতে হবে তাঁকে। এ জন্য নৈহাটিতেও উপনির্বাচন হবে।

পিছিয়ে গেল মোদীর শপথ, শনিবারের বদলে কবে?

তালড্যাংড়ার বিধায়ক অরূপ চক্রবর্তী। তিনি লোকসভায় বাঁকুড়া কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী ছিলেন। জিতেওছেন, পরাস্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে। ফলে তালড্যাংড়ার উপনির্বাচন হবে।

জুন মালিয়া মেদিনীপুর বিধানসভার বিধায়ক। আবার মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকেই তৃণমূলের টিকিটে জিতেছেন জুন। এ জন্য মেদিনীপুরে উপনির্বাচন হবে।

হাড়োয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম জিতেছেন বসিরহাট লোকসভা কেন্দ্রে। ফলে হাড়োয়াতেও উপনির্বাচন হবে।

এছাড়াও উপনির্বাচন হবে বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে। এই তিনটি বিধানসভাতেই ২০২১ সালের বিধানসভা ভোটে জিতেছিল বিজেপি। সেই বিজেপি বিধায়কেরাই পরে তৃণমূলে যোগ দেন। তাঁদেরই ২০২৪ সালের লোকসভা ভোটে প্রার্থী করেছিল রাজ্যের শাসক দল। যেহেতু দলবদল করে এঁরা লোকসভায় প্রার্থী হয়েছেন, তাই তাঁদের আগেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল। ফলে কৃষ্ণ কল্যাণীর রায়গঞ্জ, বিশ্বজিৎ দাসের বাগদা এবং মুকুটমণি অধিকারীর রানাঘাট দক্ষিণে উপনির্বাচন হবে।