নেতাজী সুভাসচন্দ্র বসুর জন্মদিনের দিনে রণক্ষেত্র হয়ে উঠেছিল ভাটপাড়া। বোমা, গুলি থেকে মারপিট কিছুই বাদ যায়নি ২৩ জানুয়ারি। এ প্রসঙ্গে অর্জুন সিং (Arjun Singh)- এর কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
জানা গিয়েছে, ঘটনার বিবরণ দিয়ে লোকসভার স্পিকার ওম বিরলাকে চিঠি লিখেছিলেন অর্জুন সিং। এরপর সোমবার ফোন করেন অমিত শাহ। অর্জুনের সঙ্গে তিনি ১৫ মিনিট ফোনে কথা বলেছেন বলে জানা গিয়েছে।
অর্জুনের অভিযোগ যে তাঁকে হত্যা করার প্ল্যান করেই এই ঘটনা ঘটানো হয়েছিল। দেহরক্ষীর বদান্যতায় রক্ষা পেয়েছেন তিনি। বিষয়টি তিনি জানিয়েছেন লোকসভার স্পিকারকে।
ভাটপাড়ার বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ এনেছে তৃণমূল। অর্জুন এবং তাঁর ছেলে পবন সিং- এর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে থানায়। পাল্টা দিয়েছেন অর্জুন সিং-ও। অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের বিরুদ্ধে। থানার দ্বারস্থ হয়েছেন তিনি। উঠে আসছে তৃণমূল নেতা তথা পুরপ্রশাসক গোপাল রাউতের নাম। মনে করা হচ্ছে রবিবার অর্জুন সিং বনাম গোপাল রাউতের দলবলের সম্মুখ সমরের ফলে ভাটপাড়া ফের উত্তপ্ত হয়ে উঠেছিল।