কলকাতা: শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর পাকিস্তান সেনা প্রসঙ্গে মন্তব্যকে কেন্দ্র করে বিধানসভায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার কলকাতার ধর্মতলায় সেনাবাহিনী তৃণমূলের মঞ্চ ভাঙার ঘটনা স্মরণ করে ব্রাত্য বলেন, ‘‘গতকাল আমাদের আন্দোলন মঞ্চ ভাঙা দেখে মনে পড়ল ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকার হত্যাযজ্ঞের কথা।’’
ব্রাত্যকে আক্রমণ
এই মন্তব্যকে কেন্দ্র করে বিজেপি নেতা অর্জুন সিং সরাসরি ব্রাত্যকে আক্রমণ করেন। তিনি দাবি করেন, ‘‘রাজ্যের একজন মন্ত্রী কীভাবে ভারতীয় সেনার সঙ্গে পাকিস্তানের সেনার তুলনা করতে পারেন? আমি বিধানসভায় উপস্থিত ছিলাম না, তবে ব্রাত্য বসুকে পেটানো উচিত ছিল।’’
বিজেপির তীব্র নিন্দার মধ্যেও ব্রাত্য নিজের অবস্থানে অনড়। তিনি জানান, ‘‘ইতিহাসকে ভুলে যাওয়া যায় না। পাকিস্তান সেনাকে নিয়ে যেকোনও প্রসঙ্গে মন্তব্য করলে আমি এটাই বলব।’’
বিধানসভায় তুমুল হট্টগোল arjun singh attacks bratya basu
ব্রাত্যের এই মন্তব্যের পর বিধানসভায় শুরু হয় তুমুল হট্টগোল। ভারতীয় সেনাকে অপমান করা হয়েছে বলে স্লোগান দেন বিজেপি বিধায়করা, যার নেতৃত্ব দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রাত্য বসুকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে।
ঘটনাটি রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের সূত্রপাত করল এবং শিক্ষামন্ত্রীর মন্তব্য নিয়ে রাজনৈতিক দলের মধ্যে আক্রমণ-প্রতিপ্রশ্নের লড়াই আরও তীব্র আকার নিল।
West Bengal: West Bengal Education Minister Bratya Basu’s comparison of the Indian Army to Pakistan’s military sparked a major controversy. His comments, linking a TMC rally incident to the 1971 Dhaka massacre, drew sharp criticism from BJP leaders like Arjun Singh, leading to his suspension from the Assembly.