Advertisements

Barrackpore: অর্জুন vs পার্থ, বারাকপুরে চরমে দুই প্রার্থীর বাকযুদ্ধ

Barrackpore

১০ মার্চ তৃণমূলের গর্জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের লোকসভা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করে। অনেকে ধরেই নিয়েছিল এবারের নির্বাচনে বারাকপুর (Barrackpore) থেকে তৃণমূলের প্রার্থী করা হবে অর্জুন সিংকে। কিন্তু না, বারাকপুরের তৃণমূলের হলে লড়বেন পার্থ ভৌমিক এমনই ঘোষণা করেন তৃণমূলের যুবরাজ। এর তখন থেকেই বাঁধে গোলমাল। রাতারাতি নিজের অফিস থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে ফেলেন অর্জুন সিং। বদলে দেওয়ালে জায়গা করে নেয় মোদি অমিত শাহর ছবি।

Advertisements

গতবারও লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে লড়াই করেছলেন অর্জুন সিং। সেবারও তৃণমূল তাঁকে তিকিট দেয়নি। তবে এবার লোকসভায় তিকিত পাওয়ার বিষয়টি নিশ্চিত জেনেই কয়েক বছর আগে তৃণমূলে ফিরেছিলেন অর্জুন সিং। কিন্তু কথা রাখেনি তৃণমূল। দলের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তাদের টিকেটে লোকসভা ভোটে লড়বেন মন্ত্রী পার্থ ভৌমিক।

পরে রাতারাতি বিজেপিতে যোগ দিয়ে বারাকপুর লোকসভা কেন্দ্রে লড়ার টিকিট পান অর্জুন সিং। সূত্র মারফৎ জানা গিয়েছে, তৃণমূল তাঁকে অন্য লোকসভাকেন্দ্র থেকে ভোটে দাঁড় করাতে চেয়েছিল। রাজি হননি অর্জুন। ‘নিজের জমি’ বারাকপুর থেকে আরও একবার লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন অর্জুন সিং। গতবার সাংসদ হওয়ার পর বারাকপুরবাসীর জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন অর্জুন, এমনটাই মেন করেন অর্জুন।

Advertisements

অন্যদিকে এবারের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকও প্রচারের আসরে ঝড় তুলেছেন। নির্বাচনী সভা থেকে তিনি বারংবার আক্রমণকরেছেন দলবদলু অর্জুন সিংকে। তবে পার্থ ভৌমিককি আদৌ জয়ী হয়ে দিল্লিতে যেতে পারবেন? নাকি গতবারের মতোই বারাকপুরের মানুষ ভোটবাক্সে বেছে নেবে অর্জুন সিনহকে? সেটাই এখন দেখার।

Advertisements