মঙ্গলবার সকালে আচমকাই বোলপুরে দেখা মিলল জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের (Arijit Singh)। সঙ্গে তাঁর স্ত্রী কোয়েল রায়। তাঁদের গাড়ি বোলপুর শহরে ঢুকতেই শুরু হয়ে গেল হুল্লোড়। প্রিয় গায়ককে সামনাসামনি দেখে উত্তেজনা সামলাতে পারলেন না অনুরাগীরা। মুহূর্তের মধ্যে ভিড় জমে গেল অরিজিতের গাড়ি ঘিরে।
অবস্থা এমন জায়গায় পৌঁছয় যে গাড়ি একেবারে থেমে যায় জনতার ভিড়ে। অরিজিৎ ভিতরেই বসে হাতজোড় করে বারবার অনুরোধ করতে থাকেন, “প্লিজ, আমাদের যেতে দিন।” বাইরে তখন মোবাইল ক্যামেরার ঝলকানি, চিৎকার, হুড়োহুড়ি। অরিজিৎকে গাড়ি থেকে নামার কোনও সুযোগই দেয়নি অনুরাগীরা।
অরিজিৎ বরাবরই প্রচারবিমুখ। গানে যতটা প্রকাশ্যে, ব্যক্তিগত জীবনে ঠিক ততটাই অন্তরালে থাকতে পছন্দ করেন তিনি। তাঁর এই আচমকা বোলপুর সফর যে কোনও পিআর বা শ্যুটিংয়ের প্রচার নয়, তা বেশ স্পষ্ট।
সূত্র মারফৎ জানা গিয়েছে, অরিজিৎ সিং একটি নতুন সিনেমা তৈরি করতে চলেছেন। সেই সিনেমার শ্যুটিংয়ের জন্য সম্ভাব্য লোকেশন খুঁজতেই স্ত্রীকে সঙ্গে নিয়ে রেইকি করতে বেরিয়েছেন গায়ক। বোলপুর-ইলামবাজার-আউশগ্রাম—এই অঞ্চলের গ্রামীণ সৌন্দর্য এবং পরিবেশই নাকি তাঁর ছবির প্রেক্ষাপট।
এই ছবিটি একেবারেই শিশুদের জন্য তৈরি হচ্ছে বলে খবর। জুন মাসের মাঝামাঝি থেকেই গায়ককে বীরভূম ও বর্ধমান জেলার বিভিন্ন রাস্তায় দেখা গিয়েছে। কখনও ভোরবেলা, কখনও সন্ধেয়, কখনও আবার একেবারে নির্জন গ্রামে হঠাৎ এসে পড়ছেন তিনি—একটি ছোট টিমকে সঙ্গে নিয়ে।
গোপন সফর হলেও, অরিজিৎ সিংয়ের মতো জনপ্রিয় মুখ কোথাও গেলে তা যে ভাইরাল না হয়ে থাকতে পারে না, তা প্রমাণ করে দিল বোলপুরের এই ঘটনা। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকানো অরিজিৎ, পাশে স্ত্রী, হাতজোড় করে অনুরোধ করছেন—এই মুহূর্ত ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন অনেকে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সহ একাধিক মাধ্যমে।
এমনকী গায়ক বারবার অনুরোধ করলেও, কেউ কেউ ছবি তুলতে ছাড়েননি। যদিও অরিজিৎ নিজের নাম ব্যবহার করে কোনও রকম প্রচার বা শোরগোল চান না বলেই পরিচিত।
শিল্পীর নতুন পরিচয়—পরিচালক?
অনুরাগীরা এখনও পর্যন্ত অরিজিৎ সিংকে চিনেছেন সুরের জাদুকর হিসেবে। তবে এবার কি নতুন পরিচয়ে অবতীর্ণ হতে চলেছেন তিনি? গায়ক থেকে পরিচালক—এ রূপান্তর কিন্তু বেশ চমকপ্রদ হতে চলেছে। বিশেষ করে যদি তা শিশুদের জন্য সিনেমা হয়, তবে বিষয়বস্তু ও উপস্থাপনায় নিশ্চয়ই থাকবে একটা স্নিগ্ধতা, যেটা অরিজিতের গানের মতোই আবেগে ভরা।
এখনও পর্যন্ত সিনেমার নাম, গল্প, কাস্টিং বা মুক্তির সম্ভাব্য সময়—কোনও কিছুই অফিসিয়ালি ঘোষণা করেননি অরিজিৎ। তবে বোলপুরের মতো জায়গা বেছে নেওয়ার কারণেই আন্দাজ করা যায়, এই ছবি হবে বাংলার মাটির গন্ধে মিশে থাকা এক মানবিক গল্প।
এখন দেখার, কবে এই নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা করেন গায়ক। ততদিন অনুরাগীরা হয়তো অপেক্ষায় থাকবেন—”অরিজিৎ পরিচালিত সিনেমা”র প্রথম ঝলক দেখার জন্য।