BJP: শাহ-নাড্ডাকে নিশানা করে ‘পদচ্যুত’ অনুপম হাজরার শব্দ বোমা নিক্ষেপ

anupam hazra

ভারতীয় জনতা পার্টি (BJP)সভাপতি জে পি নাড্ডা মঙ্গলবার পশ্চিমবঙ্গের নেতা অনুপম হাজরাকে দলের জাতীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দিয়েছেন। প্রাক্তন লোকসভা সদস্য হাজরা বেশ কিছুদিন ধরে রাজ্যে দলের কাজকর্মের সমালোচনা করছেন। বিজেপির এই সিদ্ধান্ত এমন এক দিন যখন নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেশ কয়েকটি রাজনৈতিক কর্মসূচিতে কলকাতায় ছিলেন। হাজরার পদ থেকে অপসারণকে দলের অভ্যন্তরে ভিন্নমতাবলম্বীদের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে এবং নেতৃত্বের অবস্থান অনুসরণ করার বার্তা হিসাবে দেখা হচ্ছে।

বেশকিছু দিন ধরেই বেসুরো ছিলেন বীরভূমের বিজেপি নেতা অনুপম হাজরা। কখনও দলের নেতাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায়, কখনও প্রকাশ্যে ক্ষোভ উগরে দিচ্ছিলেন। শেষপর্যন্ত মঙ্গলবার অমিত শাহর বৈঠকের পরই অনুপমকে দলের কেন্দ্রীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দিল দল। তবে চুপ করে থাকার পাত্র নন তিনি। ফের বিস্ফোরক অনুপম।

   

সোশ্যাল মিডিয়ায় অনুপম হাজরা লিখেছেন, ‘পদ থেকে সরাবার তিন ঘণ্টার মধ্যেই বার্তা-কিছু শর্ত মেনে চললে আবার সব আগের মতো!!!’ উল্লেখ্য, অনুপম হাজরাকে নিয়ে বারবার বিড়ম্বনায় পড়েছে দল। দলের বরিষ্ঠ নেতাদের পদে থাকার বিরুদ্ধে সরব হয়েছেন অনুপম। তাদের দুর্নীতি পরায়ণ বলেও কটাক্ষ করেছেন এই বিজেপি নেতা। সম্প্রতি বিশ্বভারতীতে তৃণমূলের ধর্না মঞ্চের সামনেও চলে এসেছিলেন অনুপম।

সর্বভারতীয় নেতা হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের তরফে অনুপমকে দেওয়া নিরাপত্তা তুলে নেয় স্বরাষ্ট্র মন্ত্রক, যা সরাসরি দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। দীর্ঘ দিন কেন্দ্রের ‘ওয়াই ক্যাটেগরি’-র নিরাপত্তা পেতেন অনুপম। এবার দলের সর্বভারতীয় সম্পাদকের পদ থেকেই সরিয়ে দেওয়া হল তাকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন