বোলপুর: বোলপুর থানার আইসি-কে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ ঘিরে ফের শিরোনামে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ঘটনার প্রায় তিন মাস পরে অবশেষে আদালতের দ্বারস্থ হলেন তিনি। সোমবার বোলপুর মহকুমা আদালতে হাজির হয়ে জামিনের আর্জি জানিয়েছেন অনুব্রত। দুপুর ২টোয় সেই মামলায় নির্দেশ ঘোষণা করবেন বিচারক।
আইসি লিটন হালদারকে ফোনে কুকথা
প্রসঙ্গত, গত ২৯ মে বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে কুকথা বলার অভিযোগ ওঠে অনুব্রতের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তাঁকে নোটিস পাঠায় পুলিশ। প্রথম দু’বার হাজিরা এড়ালেও পরে বোলপুর এসডিপিও অফিসে গিয়ে তদন্তকারীদের মুখোমুখি হন তিনি। ওই ঘটনার জেরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে ক্ষমাও চাইতে হয়েছিল অনুব্রতকে।
ঘটনাচক্রে, অনুব্রতকে বীরভূম জেলা সভাপতির পদ থেকে সরানোর পরেই ঘটে যায় এই বিতর্ক। তখন তিনি কেবল দলের কোর কমিটির এক জন সাধারণ সদস্য। নতুন করে কুকথা বিতর্কে জড়িয়ে আরও কোণঠাসা হয়ে পড়েন তিনি। এমনকি গত ২১ জুলাই তৃণমূলের ধর্মতলার মহাসমাবেশেও অনুপস্থিত ছিলেন অনুব্রত— যা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়।
মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রতের একান্ত বৈঠক Anubrata Mondal seeks bail
এর পর বীরভূম সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতের সঙ্গে একান্ত বৈঠক করেন। সেই বৈঠকের পরই তাঁকে ফের দলের কোর কমিটির আহ্বায়ক পদে বসানো হয়। তার পর থেকে আবার ধীরে ধীরে বীরভূমের রাজনীতিতে নিজের প্রভাব ফিরে পান অনুব্রত মণ্ডল।
আইসি-কে গালিগালাজের মামলায় আজকের আদালতের রায় যে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ ঘিরে নতুন সমীকরণ তৈরি করবে, তা নিয়েই এখন উত্তেজনা বীরভূমের রাজনীতিতে।
West Bengal: TMC leader Anubrata Mondal appeared in Bolpur court to seek bail in a case related to his alleged verbal abuse of the Bolpur Police IC. The incident, which took place three months ago, has put the controversial Birbhum leader back in the headlines and on the political defensive.